সর্বশেষ

» কানাইঘাট প্রেসক্লাবের উদ্যোগে বিদায়ী ওসি’কে সংবর্ধনা প্রদান

প্রকাশিত: ২৪. ডিসেম্বর. ২০২০ | বৃহস্পতিবার

কানাইঘাট প্রতিনিধি:: 

কানাইঘাট থানার বিদায়ী অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএমকে ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ৪টায় ক্লাব কার্যালয়ে আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি থানার বিদায়ী অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম আবেগাপ্লুত হয়ে তার বক্তব্যে বলেন, এখানে কর্মরত থাকাকালীন সময়ে স্থানীয় কর্মরত সাংবাদিক ও প্রেসক্লাব নেতৃবৃন্দের যে আন্তরিকতা, ভালবাসা পেয়েছি তাহা আমি কখনো ভুলবনা। আইন-শৃংখলার উন্নয়ন, অপরাধ মূলক কর্মকান্ড প্রতিরোধ, মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স সহ পুলিশের প্রতিটি কাজে প্রেসক্লাব নেতৃবৃন্দের কাছ থেকে সহযোগিতা পেয়েছিলাম। তিনি আরো বলেন, আপনারা ছিলেন আমার প্রকৃত বন্ধু, পুলিশ ও সাংবাদিকদের মধ্যে ভাল সম্পর্ক থাকলে একটি এলাকার আইন-শৃংখলার উন্নতি করা সম্ভব উল্লেখ করে বিদায়ী ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন বিদায়বেলায় প্রেসক্লাবের পক্ষ থেকে আজ আমাকে যে সম্মান দেখিয়েছন তাহা আমি কখনো ভুলবনা। দায়িত্ব পালনকালীন সময়ে আপনাদের কাউকে কষ্ট দিয়ে থাকলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ক্লাব সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুলের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মুমিন রশিদের পরিচালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সিলেটের সিনিয়র সাংবাদিক এমএ হান্নান, থানার ওসি (তদন্ত) জাহিদুল হক, প্রেসক্লাবের সহসভাপতি আব্দুন নূর সাধারন সম্পাদক নিজাম উদ্দিন। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সম্পাদক মাহবুবুর রশিদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহিন আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল ইসলাম, কার্য নির্বাহী কমিটির সদস্য আলাউদ্দিন, সুজন চন্দ অনুপ, দৈনিক সিলেটের সময়ের বার্তা সম্পাদক জয়নাল আজাদ, সংবাদকর্মী হাফিজ আহমদ সুজন, কাহির আলী। সংবর্ধনা অনুষ্ঠানে প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, আইন-শৃংখলার উন্নয়ন ও জানমালের নিরাপত্তার বিধানে সর্বদা পুলিশ কাজ করে থাকে। তাদের মধ্যে যে সব পুলিশ অফিসার ভাল কাজ করেন তাদের সম্মান দেওয়া আমাদের সকলের উচিত। বিদায়ী থানার অফিসার ইনচার্জ সামসুদ্দোহা পিপিএম গণমাধ্যম বান্ধব একজন পুলিশ অফিসার ছিলেন উল্লেখ করে প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে তিনি প্রতিটি কাজে সংবাদকর্মীদের সহযোগিতা করে ছিলেন। বিশেষ করে পুলিশি সেবা প্রদানের মাধ্যমে তিনি দৃষ্টান্ত স্থাপন করে ছিলেন। প্রেসক্লাবের উন্নয়নে তার অবদান রয়েছে। কোন ধরনের হয়রানী ছাড়াই ভূক্ত ভোগীরা থানায় এসে তাৎক্ষনিক আইনী সহায়তা পেয়েছেন। একজন নিষ্ঠাবান সদালিপি পুলিশ অফিসার হিসাবে সামসুদ্দোহা পিপিএমকে প্রেসক্লাব নেতৃবৃন্দ সব সময় স্মরন রাখবেন। অনুষ্ঠান শেষে প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান সহ উপহার সামগ্রী তোলে দেন ক্লাব নেতৃবৃন্দ।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

May 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031