- Zakłady sportowe boks: wpływ klimatu i podróży na wyniki walk
- Mostbet Casino Oyun Geliştiricileri: Platformu Kimler Güçlendiriyor?
- تطبيق 1xbet قم بتنزيل الإصدار الحالي لمصر أغسطس 2025
- Mostbet Giriş: Mostbet Türkiye Canlı Bahis Sitesi Bilgileri
- Top Internet Casinos Ohne Kyc Verifizierung Sofort Auszahlen 2025
- Мостбет Казино Казахстан ️ Официальный Сайт
- “wettanbietern Ohne Lugas Seriöse Anbieter Im Check 2025
- 1xbet Официальный Сайт Вход 1хбет Зеркало Рабочее На сегодня
- “aviator Az ️ Oyna Və Qazan
- Popular Glory Casino Slots Offering Daily Challenges: A Winning Combination
সিলেট অনলাইন প্রেসক্লাবের একযুগে পদার্পণ অনুষ্ঠানে সুধিজনদের মিলনমেলা
প্রকাশিত: ০৮. জুলাই. ২০২৫ | মঙ্গলবার

চেম্বার প্রতিবেদক: সিলেট অনলাইন প্রেসক্লাব একযুগে পদার্পণ উপলক্ষে গৃহিত বর্ণাঢ্য কর্মসূচির অংশ হিসেবে আনন্দ উৎসব সম্পন্ন হয়েছে। আনন্দ আয়োজনে বিশ্ববিদ্যায়ের ভিসি, প্রশাসনের উচ্চপদস্ত কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, পেশাজীবী নেতৃবৃন্দ ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সব মিলিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটি সূধিজনদের মিলনমেলায় পরিণত হয়েছিল। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য ছিল ‘বিশ্বজুড়ে অনলাইনের জয়, অগ্রগতির যাত্রায় বৈষম্য নয়’।
মঙ্গলবার দুপুরে সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়নে একযুগে পদার্পন উপলক্ষে আনন্দ উৎসবের আয়োজন করা হয়।
সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার।
আননন্দ উৎসবে সম্মানিত অতিথি হিসেবে প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও খ্যাতিমান বিজ্ঞানী প্রফেসর ড. মো. আলীমুল ইসলাম, অতিরিক্ত আইজিপি ও সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম (পিপিএম সেবা), সিলেটের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান, সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এটিএম মাহবুব ই ইলাহী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. সামিউল আহসান তালুকদার, জেলা প্রশাসকের প্রতিনিধি ও অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ ও উন্নয়ন) পদ্মাসন সিংহ, সিলেট রেঞ্জের ডিআইজির প্রতিনিধি ও পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি (উত্তর) সজীব খান, সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত, জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক রফিকুল ইসলাম।
সম্মানিত অতিথি হিসেবে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইশতিয়াক সিদ্দিকী, সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী, মহানগর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব), সিলেট মহানগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী, এনসিপি সিলেট জেলার প্রধান সমন্বয়ক নাজিম উদ্দীন শাহান, এনসিপি সিলেট জেলা কমিটির যুগ্ম সমন্বয়ক ফয়সল আহমদ, ইসলামি আন্দোলন সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম ভূইয়া, গণঅধিকার পরিষদের সিলেট জেলার আহ্বায়ক রহমতে এলাহি লস্কর নাইম ও সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন।
সম্মানিত অতিথি হিসেবে শিক্ষাবীদ, সূধিজন ও পেশাজীবী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহীদুল্লাহ্ শাহীন, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীন, সিকৃবির জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাহউদ্দিন, সিলেট অনলাইন প্রেসক্লাবের আজীবন সদস্য সিনিয়র সাংবাদিক আফতাব চৌধুরী, দৈনিক পুণ্যভূমি’র সম্পাদক মণ্ডলীর সভাপতি ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কোতোয়ালি থানার ওসি জিয়াউল হক জিয়া, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট রেঞ্জের গণসংযোগ সমন্বয়কারী মোঃ রাসেল, বিশিষ্ট ব্যবসায়ী মনসুর আলম চৌধুরী শিপলু, কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী, মহানগর সেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হাসিম জাকারিয়া, মধুবন মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আলী আকিক, সাধারণ সম্পাদক মঞ্জু মিয়া, এনসিপির শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক শিব্বির আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফয়েজ আহমদ, ইসলামি আন্দোলন সিলেট মহানগরের প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম রনি, দপ্তর সম্পাদক জাবেদ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক আরিফুর রহমান, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহান আল মাহমুদ খান, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সিলেট জেলা সভাপতি তানজিনা বেগম, সাধারণ সম্পাদক আয়েশা আক্তার, অর্থ সম্পাদক শারমিন, কোম্পানিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নাঈম, সদস্য মো. রুবেল আহমদ, আলোকিত সিলেটের স্টাফ রিপোর্টার মাহফুজ কাউসার ছাদি, মাল্টিমিডিয়া রিপোর্টার মোস্তফা হোসেন সম্রাট, জুড়ি অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সহ সভাপতি নাজমুন নাহার প্রমূখ।
অনুষ্ঠানে সিলেট অনলাইন প্রেসক্লাবের একযুগে পদার্পন উপলক্ষে ক্লাব নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান- অতিরিক্ত আইজিপি ও এসএমপি কমিশনার রেজাউল করিম (পিপিএম সেবা), সিলেট রেঞ্জের ডিআইজির পক্ষে পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, সিলেট জেলার পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান, ইসলামি আন্দোলন সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ, দৈনিক পূণ্যভূমির সম্পাদকমণ্ডলীর সভাপতি ব্যারিষ্টার মোস্তাকিম রাজা চৌধুরী, কোম্পানিগঞ্জ অনলাইন প্রেসক্লাব, ওসমানীনগর প্রেসক্লাব, কৈলাশ ইলেক্ট্রনিকসসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। প্রেসক্লাব সদস্যদের জন্য কেক উপহার পাঠান সিলেট রেঞ্জের ডিআইজি মুশফেকুর রহমান।
অনুষ্ঠানে প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কম্পিউটার উপহার প্রদান করেন দৈনিক সিলেট মিররের প্রকাশক ও বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী।
অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দে স্বাগত জানান সিলেট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আব্দুল মুহিত দিদার, সহ সভাপতি জহিরুল ইসলাম মিশু, সহ সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনি, কোষাধক্ষ্য তাওহীদুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আফরোজ খান, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো. কামাল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, কার্যকরী পরিষদ সদস্য শহীদুর রহমান জুয়েল ও মোঃ আব্দুল হাছিব।
ক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাদিকুর রহমান চৌধুরী, ফারহানা বেগম হেনা, শাহ মাছুম বিল্লাহ ফারুকী, মাজহারুল ইসলাম সাদি, তাসলিমা খানম বীথি, মো. সাইফুল ইসলাম, এম. এ ওয়াহিদ চৌধুরী, ফাহাদ মারুফ, মো. আলমগীর আলম, দেবব্রত রায় দিপন, আবু জাবের, তারেক আহমাদ খান, শাহিদ আহমদ হাতিমী, মো. মশাহিদ আলী, শাহিন আহমদ, দেলোয়ার হোসেন মান্না, আব্দুল হান্নান, সৈয়দ রাসেল আহমদ, মোহাম্মাদ নুরুল ইসলাম, মিজান মোহাম্মাদ, আমির উদ্দিন, শিপন চন্দ জয়, আহমেদ পাবেল, মোঃ জাকির আহমদ, মোঃ সুহেল মিয়া, এম.এ রহিম, মোহাম্মদ নুরুল আলম, মোঃ তাইনুল ইসলাম, জনি কান্ত শৰ্মা, ইব্রাহিম খান রনি, এহিয়া আহমদ, মাহমুদ পারভেজ খান, ফাহিম আহমদ, ছানার আলী সানোয়ার, শেখ জাবেদ আহমদ, অলিউর রহমান, খায়রুল আমিন রাফসান, মোঃ মহছিন আহমদ রনি, নাহিদ আহমদ প্রমুখ।
সর্বশেষ খবর
- Zakłady sportowe boks: wpływ klimatu i podróży na wyniki walk
- Mostbet Casino Oyun Geliştiricileri: Platformu Kimler Güçlendiriyor?
- تطبيق 1xbet قم بتنزيل الإصدار الحالي لمصر أغسطس 2025
- Mostbet Giriş: Mostbet Türkiye Canlı Bahis Sitesi Bilgileri
- Top Internet Casinos Ohne Kyc Verifizierung Sofort Auszahlen 2025
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
- জাতির প্রত্যাশা পূরণে জামায়াতের পথ চলা অব্যাহত থাকবে : মুহাম্মদ সেলিম উদ্দিন
এই বিভাগের আরো খবর
- সাংবাদিক আবুল মোহাম্মদের মৃত্যুতে সিলেট অনলাইন প্রেসক্লাবের শোক
- শ্যামল সিলেটের বার্তা সম্পাদক আবুল মোহাম্মদের মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- কানাইঘাট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা, বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ
- বর্ণাঢ্য আয়োজনে নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের এক যুগে পদার্পন উদযাপিত
- জুলাই গণঅভ্যূত্থান উপলক্ষ্যে কানাইঘাট প্রেসক্লাবের আলোচনা ও দোয়া মাহফিল