সর্বশেষ

» কানাইঘাটে বাড়িতে ঢুকে প্রবাসীর বৃদ্ধা মাকে প্রাণনাশের হুমকি || থানায় অভিযোগ দায়ের

প্রকাশিত: ২৭. জুলাই. ২০২৫ | রবিবার

কানাইঘাট প্রতিনিধিঃ সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের লামাপাড়া গ্রামের এক প্রবাসীর বৃদ্ধা মাকে প্রাণনাশের হুমকি সহ বসত বাড়িতে হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। লামাপাড়া গ্রামের মৃত মাও. আব্বাস আলীর স্ত্রী ছাইয়ারা বেগম (৬৫) বাদী হয়ে একই গ্রামের প্রতিবেশি প্রভাবশালী সাদেক মিয়া ও তার স্ত্রী শেফালি বেগমের বিরুদ্ধে গতকাল রবিবার থানায় এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগে ভুক্তভোগী ছাইয়ারা বেগম উল্লেখ করেন, তার পরিবারের দুই ছেলে ও এক মেয়ে সবাই প্রবাসী। প্রতিবেশি মৃত গিয়াস উদ্দিনের ছেলে প্রভাবশালী সাদেক মিয়া তার সন্তানরা প্রবাসে থাকায় এই সুযোগে বসত বাড়ির জমিজমার ক্ষতিসাধন করার জন্য দীর্ঘদিন থেকে অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তার অত্যাচারে প্রাণের ভয়ে ৩ বছর পূর্বে বসত বাড়ি ছেড়ে সিলেট শহরে বসবাস করে আসছেন। সিলেট থেকে গ্রামের বাড়িতে আসার পর গত শনিবার বিকেলে ছাইয়ারা বেগম একজন শ্রমিক দিয়ে বাড়ির সামনের অংশে সীমানা প্রাচীর সংলগ্ন ছড়ার উপরে অযতেœ জন্মানো আগাছা ও আবর্জনা তাঁর বাড়ির সীমানার দেয়ালের ক্ষতি করায় তা পরিষ্কার করান। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে রাত ৭টার দিকে সাদেক মিয়া ও তার স্ত্রী শেফালী বেগম দেশীয় অস্ত্রসহ নিয়ে ছাইয়ারা বেগমের বাড়ির প্রধান ফটকে এসে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে এবং গেট খুলে না দিলে হত্যার হুমকি দেয়। তারা একাধিকবার গেটে আঘাত করে প্রবাসীর মা ছাইয়ারা বেগমকে মারধরের চেষ্টা করলে পরিবারটির মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুরো ঘটনার ভিডিও ফুটেজ ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে।
জানা যায়, ৬৫ বছরের বৃদ্ধা ছাইয়ারা বেগম বার্ধক্যজনিত নানাবিধ রোগে ভুগছেন। সাদেকের কারণে অতিষ্ঠ হয়ে বাড়িতে প্রাণের ভয়ে না থেকে সিলেট শহরে ভাড়া বাসায় থাকেন। দীর্ঘদিন ধরে সাদেক মিয়া উক্ত বাড়িতে রাতের আধারে ঢিল ছোড়ে এবং বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে প্রবাসীর পরিবারকে হুমকি দেয়ার পাশাপাশি বসতভিটা দখলের অপচেষ্টা চালিয়ে আসছে।
আয়ারল্যান্ড প্রবাসী কবিরুল ইসলামের পিতা মাওলানা আব্বাস আলী ছিলেন, লালারচক ও নয়াগ্রাম মহিলা মাদ্রাসার সাবেক শিক্ষক ও এলাকার একজন ধর্মপ্রাণ ব্যক্তি। ২০১৮ সালে তার মৃত্যু হয়। এরপর থেকে তাদের বাড়িতে কেউ না থাকার সুবাদে বিভিন্ন সময়ে ফলজ, বনজ ও ঔষধি গাছপালা বিক্রির চেষ্টাও করেছেন সাদেক মিয়া।
এদিকে শনিবার রাতে প্রবাসীর বৃদ্ধা মাকে প্রাণে হত্যার চেষ্টা ও অশ্লীল গালিগালাজ এবং বসত বাড়িতে হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়রা প্রবাসীর পরিবারকে হয়রানীর ঘটনায় শাস্তির দাবী করেন। ছাইয়ারা বেগমের ছেলে আয়ারল্যান্ড প্রবাসী কবিরুল ইসলাম তার মায়ের উপর হামলার চেষ্টা ও প্রাণনাশের হুমকি এবং বসতবাড়ির ক্ষতিসাধনের বিষয়টি প্রবাস থেকে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়ালকে জানালে তিনি প্রবাসীর মা ছাইয়ারা বেগমের খোঁজ-খবর নেন এবং ঘটনার জন্য হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে প্রবাসীর পরিবারকে আশ^স্থ করেন।
থানার ওসি আব্দুল আউয়াল বলেন, ছাইয়ারা বেগমের সন্তানরা প্রবাসে থাকেন। অভিযোগটি তিনি পেয়েছেন যথারীতি ব্যবস্থা নেয়া হবে উল্লেখ করে বলেন প্রবাসীরা দেশের সম্পদ, পুলিশ সব-সময় প্রবাসীদের পরিবারের পাশে রয়েছে। তদন্ত পূর্বক দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Please continue to proceed