সর্বশেষ

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে সিলেট অনলাইন প্রেসক্লাবের বিভিন্ন কর্মসূচি ঘোষণা

প্রকাশিত: ৩০. জুন. ২০২৫ | সোমবার

চেম্বার ডেস্ক: চব্বিশের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই স্মৃতিকে সামনে রেখে সিলেট অনলাইন প্রেসক্লাব কর্মসূচী গ্রহণ করেছে। সোমবার (৩০ জুন) দুপুরে ক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে আয়োজিত এক সভায় এই কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ১৬ জুলাই শহীদ স্মরণে দোয়া মাহফিল এবং ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা।এছাড়া জুলাই অভ্যুত্থানকালে আহত সা়ংবাদিকদের সম্মাননা প্রদান, ছাত্র জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বেস্ট রিপোর্টিংয়ে গণমাধ্যমকর্মীদের পুরস্কৃত করা হবে। সভায় আগামী ৮ জুলাই সিলেট অনলাইন প্রেসক্লাবের একযুগে পদার্পণ উপলক্ষে “বিশ্বজুড়ে অনলাইনের জয়-অগ্রগতির যাত্রায় বৈষম্য নয় ” প্রতিপাদ্যকে সামনে রেখে গৃহীত বর্ণাঢ্য কর্মসূচী “আনন্দ উৎসব ” সফলভাবে সম্পন্ন করতে সকলের প্রতি আহবান জানানো হয়।

প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুহিত দিদার, সহ-সভাপতি জহিরুল ইসলাম মিশু, সহ-সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনি, কোষাধ্যক্ষ তাওহীদুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আফরোজ খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, কার্যনির্বাহী পরিষদের সদস্য মো. আব্দুল হাছিব এবং ক্লাব সদস্য মো. তাইনুল ইসলাম, এমএ ওয়াহিদ চৌধুরী, মোশাহিদ আলী, ফাহিম আহমদ, দেলোয়ার হোসেন মান্না, নুরুল আলম আলমাছ প্রমুখ।

সভায় আরো বলা হয়, প্রেসক্লাবের একযুগে পদার্পণের এই সময়ে ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়দীপ্ত অঙ্গীকার নিয়ে “গৌরবময় জুলাই” নামে একটি স্মারক প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031