সর্বশেষ

» মেধাবী শিক্ষার্থীরা আমাদের সম্পদ: কানাইঘাটে অতিরিক্ত জেলা প্রশাসক

প্রকাশিত: ৩০. জুলাই. ২০২৫ | বুধবার

কানাইঘাট প্রতিনিধিঃ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত সেকেন্ডারী এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় কানাইঘাট উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মধ্যে “পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস” স্কিম এর পুরুষ্কার বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এ পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আক্তারের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার সাখাওয়াৎ হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ নুরের জামান চৌধুরী বলেন, মেধাবী শিক্ষার্থীরা আমাদের দেশের সম্পদ। শিক্ষার্থীদের উৎসাহ অনুপ্রেরনা যোগাতে সরকার বিভিন্ন ক্যাটাগরিতে মেধাবীদের পুরষ্কিত করে আসছে। তিনি শিক্ষকদের আন্তরিকতার সহিত শিক্ষার্থীদের পাঠদান, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহŸান জানান।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, লেইস প্রজেক্ট মাউশি ঢাকা’র সহকারী প্রকল্প পরিচালক মোহাম্মদ মামুন মিয়া, উপজেলা কৃষি অফিসার বিশ^জিৎ রায়। বক্তব্য রাখেন, ঝিঙ্গাবাড়ী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হাফিজুর রহমান, কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসেইন আহমদ, মানিকগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এনামুল হক, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ নিজাম উদ্দিন। পুরষ্কার প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে অভিব্যক্তি প্রকাশ করে বক্তব্য রাখেন, মানিকগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী কারিমা বেগম, কানাইঘাট সরকারি কলেজের শিক্ষার্থী জাহেদুল ইসলাম।
অনুষ্ঠান শেষে ২০২২-২০২৩ সালের এসএসসি, এইচএসসি ও সমামান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে উপজেলা শিক্ষার্থী পুরষ্কার এবং উচ্চ মাধ্যমিক সমাপনী পুরষ্কার প্রাপ্ত ১৬ জন শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ। এরপূর্বে তাদের মধ্যে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের ১০ হাজার ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের ২৫ হাজার টাকা করে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করা হয়েছে।
এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ নুরের জামান চৌধুরী কানাইঘাট সরকারি কলেজে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন এবং রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়, রায়গড় সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তার সাথে নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার উপস্থিত ছিলেন।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031