সর্বশেষ

» ব্রয়লার ও ডিমে স্বস্তি, সবজিতে অস্বস্তি

প্রকাশিত: ৩১. মার্চ. ২০২৩ | শুক্রবার

নিজস্ব প্রতিবেদক : ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের হস্তক্ষেপে উৎপাদনকারী ৪ প্রতিষ্ঠান দাম কমানোর ঘোষণা দেওয়ার পর ব্রয়লার মুরগির বাজারে প্রভাব পড়েছে। খুচরা বাজারে কেজিতে ৬০ থেকে ৭০ টাকা কমেছে ব্রয়লারের দাম। এতে ক্রেতা সাধারণের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে সবজির বাজারে বেড়েই চলছে অস্বস্তি।

শুক্রবার নগরীর কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০-২০০ টাকা কেজি দরে। রোজার শুরুতেই সেই ব্রয়লারের দাম ছিল ২৬০ থেকে ২৭০ টাকা। একই সঙ্গে কমেছে ডিমের দাম। ১৪৫ টাকা থেকে নেমে ১৩০ টাকা ডজন দরে বিক্রি হচ্ছে ডিম।

এদিকে রোজার আগে সিলেটের বাজারে সবজির দামের ঊর্ধ্বমুখী অবস্থান এখনো রয়ে গেছে। বাজারে ৬০ টাকার কমে সবজি পাওয়া কঠিন। শুধু পেঁপে বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকা কেজি দরে। রমজানে বাড়তি চাহিদা আছে, এমন সবজির দাম আগের জায়গাতেই রয়ে গেছে। বাজারে লম্বা ও গোল বেগুনের কেজি ৬০-৭০ টাকা। শসা প্রতি কেজি ৪০-৫০ টাকা, টমেটো ৩৫-৪০ টাকা। লেবুর হালি বিক্রি হচ্ছে ৩০-৬০ টাকায়।এছাড়া শিম ৪০ টাকা, করলা ৭০-৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আকারভেদে লাউ বিক্রি হচ্ছে ৫০-৭০ টাকায়। চাল কুমড়া পিস ৫০-৭০ টাকা।অন্যান্য সবজির মধ্যে চিচিঙ্গা, পটল, বরবটি, দুন্দল ও ঢেঁড়স বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা কেজি দরে। কচুর লতি বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা কেজি দরে। কাঁচামরিচের কেজি ৮০-১০০ টাকা। গাজর ৫০-৬০ টাকা। কাঁচা কলার হালি বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকায়।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

May 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031