সর্বশেষ

» শহীদ সাংবাদিক এটিএম তুরাবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনলাইন প্রেসক্লাবের দোয়া মাহফিল

প্রকাশিত: ১৯. জুলাই. ২০২৫ | শনিবার

চেম্বার ডেস্ক: সিলেট মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) ও দৈনিক শুভ প্রতিদিন এর সম্পাদক রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর পূর্বে শহীদ তুরাব হত্যার বিচার নিশ্চিত করতে হবে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দেশের জন্য প্রাণ দিয়েছেন তুরাব। তুরাব নিজের জীবন দেশের জন্য উৎসর্গ করেছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য এখনো পর্যন্ত তুরাব হত্যার বিচার হয়নি।তিনি বলেন, তুরাবের দ্বিতীয় মৃত্যু বার্ষিকীর পূর্বে তুরাব হত্যায় জড়িতদের বিরুদ্ধে যেনো কঠোর ব্যবস্থা নেওয়া হয়।বিচার যেন নিশ্চিত করা হয়।

শনিবার (১৯ জুলাই) সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে শহীদ সাংবাদিক এটিএম তুরাব-এর প্রথম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, গত দেড় দশক অনেক মানুষ ফ্যাসিস্ট সরকারের রোষানলের স্বীকার হয়েছেন। এমনও হয়েছে যারা জুলাই বিপ্লবে আন্দোলন করেছেন তারা ঠিকমতো চিকিৎসা পর্যন্ত পান নি।ফ্যাসিবাদী সরকার চিকিৎসা না করার জন্য নির্দেশ দিয়েছিল। তুরাব হত্যার ১বছর হয়ে গেছে কিন্তু এখনো বিচার হয়নি। আমি তুরাবের রুহের আত্মার মাগফেরাত কামনা করি। এবং হত্যাকারীদের বিচার চাই।
সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদারের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা মহিলা দলের সভাপতি (ভারপ্রাপ্ত) তাহসিন শারমিন তামান্না, সিলেট জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা রহমান দিনা।

এসময় আরো বক্তব্য রাখেন, ক্লাবের সিনিয়র সহ সভাপতি আব্দুল মুহিত দিদার, সহ সভাপতি জহিরুল ইসলাম মিশু, সহ সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনি, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো. কামাল আহমদ, কার্যকরী কমিটির সদস্য মো. আব্দুল হাছিব ও দৈনিক ভোরের ডাকের সিলেট প্রতিনিধি এম এ হান্নান।

এসময় উপস্থিত ছিলেন, বার্তা ২৪ এর সিলেট প্রতিনিধি মো. মোশাহিদ আলী,ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি ডি এইচ মান্না, ঢাকা প্রতিদিনের মো. ইব্রাহিম খান রনি, দেশ টিভির ক্যমেরা পার্সন মো. সুহেল মিয়া, বাংলা টিভির মো, ফারুক মিয়া ফারুক,আজকালের খবরের আহমেদ পাবেল, সিলেট প্রতিদিনের মোহাম্মদ জাকির আহমদ,টাইম বাংলা নিউজের নাহিদ আহমদ, মাহমুদ হোসেন, কায়সান মাহমুদ আকবরী প্রমুখ।

মাহফিলের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ ও দোয়া পরিচালনা করেন আজকের সিলেটের শাহিদ আহমদ হাতিমী।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930