সর্বশেষ

» বন্যার্তদের মধ্যে আইপিডিসি ফাইন্যান্স সিলেট শাখার ত্রাণ বিতরণ

প্রকাশিত: ২৫. মে. ২০২২ | বুধবার

চেম্বার ডেস্ক:: 

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ বলেছেন, সরকারের পাশাপাশি বন্যার্তদের মধ্যে আইপিডিসি ফাইন্যান্স এর ত্রাণ বিতরণ করা একটি মহৎ উদ্যোগ। যারা নিঃস্বার্থে মানুষের সেবা ও কল্যাণে কাজ করে তারাই প্রকৃত দেশপ্রেমিক। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ খুবই কষ্টের মধ্যে দিনযাপন করছেন, তাদের সাহায্য-সহযোগিতার মাধ্যমে পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। তিনি আইপিডিসি’র মত বানভাসি মানুষের কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
অতিরিক্ত পুলিশ কমিশনার ২৫ মে বুধবার বিকালে সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর আয়োজনে ও আইপিডিসি ফাইন্যান্স এর আর্থিক সহযোগিতায় বন্যার্ত দুই শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জিডিএফ’র ভাইস চেয়ারম্যান, দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এইচ.এম ইসরাইল আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জিডিএফ’র মহাসচিব-নির্বাহী পরিচালক মোঃ বায়জিদ খান।
জিডিএফ’র ব্যবস্থাপক স্বপন মাহমুদের পরিচালনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আলম, আইপিডিসি ফাইন্যান্স সিলেট শাখার ব্যবস্থাপক রাফায়েত উল কবীর, বিশিষ্ট সংগীত শিল্পী, কণ্ঠযোদ্ধা হিমাংশু বিশ্বাস। বক্তব্য রাখেন বাংলাদেশ ইকুয়ালিটি সোসাইটির নির্বাহী পরিচালক রুকসানা বেগম, জিডিএফ’র কোষাধ্যক্ষ মাসুম আহমদ চৌধুরী, সদস্য সৈয়দ আলমগীর হোসেন। অনুষ্ঠানে আইপিডিসি ফাইন্যান্স সিলেট শাখার কর্মকর্তা মনোজ নাথ, ইমরান হোসেইন খান, টিপু কর, তাহমিদ হাসান, রায়হান সর্দার, জিডিএফ’র শিক্ষিকা নমিতা রাণী দে ও সাবিনা ইয়াছমিন, সুপারভাইজার রায়হান খান প্রমুখ উপস্থিত ছিলেন।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী কয়েছ মিয়া।
অনুষ্ঠানে দুই শতাধিক বন্যার্ত পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, পিয়াজ, তেল, লবণ, খাবার পানি, ওরস্যালাইন, পানি বিশুদ্ধকরণ টেবলেট, বিস্কুট, গুড়া দুধ ইত্যাদি বিতরণ করেন প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ সহ অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, মহামারী করোনাকালীন সময়ে আইপিডিসি ফাইন্যান্স মানবতার কল্যাণে ভূমিকা রেখে প্রশংসিত হয়েছে। তারই ধারাবাহিকতায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতায় এগিয়ে এসেছে। বক্তারা আইপিডিসি ফাইন্যান্স এর মত অন্যান্য প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহবান জানান।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

July 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031