সর্বশেষ

» কানাইঘাটে সাংবাদিকদের সাথে জামায়াত মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন খানের মতবিনিময়

প্রকাশিত: ০২. জুলাই. ২০২৫ | বুধবার

কানাইঘাট প্রতিনিধি ঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফিজ মাওলানা আনোয়ার হোসাইন খান কানাইঘাটের কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। আজ বুধবার (২ জুলাই) বিকেল সাড়ে ৫টায় কানাইঘাট দক্ষিণ বাজারস্থ জামায়াতে ইসলামীর কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে হাফিজ আনোয়ার হোসাইন খান প্রথমে ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের পতনের জন্য বিগত বছরের জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা ও আহতদের সমবেদনা জানান।
তিনি বলেন, বিগত ১৫ বছর আওয়ামীলীগ দেশকে একদলীয় শাসন ব্যবস্থা চালু করে ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থেকে বিরোধী দল ও মতের মানুষের উপর নিষ্ঠুর নির্যাতন, নিপীড়ন চালিয়েছিল। আওয়ামীলীগের পতনের পর দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে। বিগত ১৫ বছর কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায় কোন কাঙ্খিত উন্নয়ন হয়নি উল্লেখ করে হাফিজ আনোয়ার হোসেন খান বলেন, প্রধান প্রধান সড়কগুলোর বেহাল অবস্থা বিরাজ করছে। মানুষের দুর্ভোগ লাঘবে সড়কগুলো সংস্কারের জন্য ইতিমধ্যে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা থেকে শুরু করে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রæত পদক্ষেপ নেয়ার জন্য জানানো হয়েছে। বিগত ৪ দলীয় জোট সরকারের সময় জামায়াত সমর্থিত এমপি অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর মাধ্যমে কানাইঘাট ও জকিগঞ্জে ব্যাপক উন্নয়ন হয়েছিল। সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে যোগাযোগ ও অবকাঠামো, নদী ভাঙ্গন, শিক্ষা, চিকিৎসা ক্ষেত্রে পিছিয়ে পড়া এ জনপদের মানুষের কাঙ্খিত প্রত্যাশা পূরণে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাকে সিলেট-৫ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। দু’টি উপজেলার প্রত্যন্ত এলাকা ঘুরে মানুষের সাথে কথা বলে এখানকার সমস্যাগুলো আমি চিহ্নিত করেছি।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, সাংবাদিকরা দেশ ও জাতির জন্য কাজ করে থাকেন। তিনি আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত হলে কানাইঘাট-জকিগঞ্জের মৌলিক সমস্যা ও দাবী-দাওয়া বাস্তবায়নে গণমাধ্যমকর্মীদের কাছ থেকে পাওয়া সঠিক তথ্য কাজে লাগিয়ে সমস্যা সমাধানে সবধরনের কাজ করে যাবেন। এক্ষেত্রে তিনি স্থানীয় সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময়কালে বক্তব্য রাখেন, সিলেট জেলা জামায়াতে ইসলামীর মজলিসে সূরা ও কর্মপরিষদ সদস্য ও সিলেট-৫ আসনের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক মাওলানা ফয়জুল্লাহ বাহার, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামাল উদ্দিন, নায়েবে আমীর মাওলানা শরিফ আহমদ, মাওলানা ফয়সল আহমদ, সেক্রেটারী হাফিজ মাওলানা তাজ উদ্দিন, কানাইঘাট পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল করিম, সেক্রেটারী মাওলানা ইকবাল হোসেন সহ জামায়াতে ইসলাম ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও মতবিনিময়কালে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দ সহ কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

August 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031