সর্বশেষ

» কানাইঘাট সুরইঘাট সীমান্তে বেপরোয়া চোরাকারবারী চক্র || ভারতীয় চা পাতা ধরতে গিয়ে আহত বিজিবি সদস্য

প্রকাশিত: ০১. জুলাই. ২০২৫ | মঙ্গলবার

Manual1 Ad Code

কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাটের সীমান্তবর্তী সুরইঘাট এলাকার চোরকারবারীরা বেপরোয়া হয়ে উঠেছেন। বিজিবি ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানে থাকলেও চোরাচালানি থামছে না। চোরাচালানের প্রতিবাদ করলে চোরাকারবারীরা বিভিন্ন সময়ে প্রতিবাদকারী ও বিজিবি’র উপর চড়াও হয়ে থাকে।
জানা যায়, আজ মঙ্গলবার দুপুরে কানাইঘাটের সুরইঘাট সীমান্তবর্তী এলাকা দিয়ে একটি পিকআপ চোরাচালানী পণ্য বহন করে সিলেটের দিকে যাওয়ার পথে কানাইঘাট সুরইঘাট বিজিবি ক্যাম্পের একটি টহল দল পিকআপটিকে থামানোর সংকেত দেয়। কিন্তু পিকআপটির চালক গাড়ি না থামিয়ে পিকআপটি দ্রæতগতিতে চালিয়ে পালাতে চেষ্টা করে। তখন বিজিবির সৈনিকরা মোটরসাইকেলযোগে পিকআপটিকে ধাওয়া করলে পিকআপটি জৈন্তাপুর উপজেলার দরবস্ত পল্লী বিদ্যুৎ অফিসসংলগ্ন একটি কাঠের স’মিলের পাশে গিয়ে ধাক্কা খায় এবং চালক পিকআপ ভ্যানটি ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা গাড়ি তল্লাশি করে চোরাচালানকৃত ভারতীয় চা-পাতা উদ্ধার করেন। এই সময় টহল দলের সদস্য সিপাহী মো. সিহাব ইসলাম রাব্বি মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে হাঁটুর নিচে আঘাতপ্রাপ্ত হন। তাৎক্ষণিকভাবে আহত সিহাবকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবি এক প্রেস নোটে জানায়, জব্দকৃত পিকআপের মালিক মো. জহিরুল ইসলাম এবং চা পাতার মালিক হিসেবে শাহজাহান এই চোরাচালানের সাথে জড়িত। জব্দকৃত পিকআপ ও চোরাই পণ্যগুলো জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তবর্তী এলাকায় চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলে বিজিবি জানায়।
বিভিন্ন সূত্রে জানা যায়, মধ্যখানে চোরাচালান কিছুটা কমলেও সম্প্রতি সময়ে জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী সুরইঘাট এলাকার সংঘবদ্ধ চোরাকারবারী চক্র আবারো সীমান্ত এলাকা দিয়ে অবৈধ ভাবে ভারত থেকে চা-পাতা, চিনি, নাসির বিড়ি, মাদকদ্রব্য, কসমেটিক্স, মোবাইল, ইলেক্ট্রনিক্স যন্ত্রাংশ, সুপারি ইত্যাদি নিয়ে আসছে। এমনকি উপজেলা পরিষদ ও থানার পাশ দিয়ে চোরাচালানের গাড়ীগুলো নির্বিঘেœ চোরাই পণ্য নিয়ে যাচ্ছে।

           

সর্বশেষ

আর্কাইভ

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Manual1 Ad Code
Manual6 Ad Code