সর্বশেষ

» সিলেটে জমি দখল, হুমকি ও নিরাপত্তাহীনতার অভিযোগে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০১. জুলাই. ২০২৫ | মঙ্গলবার

চেম্বার ডেস্ক: সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে মোঃ আব্দুল মতিন তার চাচাতো ভাইদের বিরুদ্ধে জমি দখল ও আইনি হয়রানির অভিযোগ তুলে ধরেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে তার পরিবারের সাথে চাচাতো ভাইদের মামলা-মোকদ্দমা চলছে, এবং সম্প্রতি জমি জবরদখলের ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

মোঃ আব্দুল মতিন (পিতা হাজী উসমান আলী,নেয়ামতপুর,দক্ষিণ সুরমা) জানান, ১৯৯৭ সাল পর্যন্ত তাদের পরিবার একান্নবর্তী ছিল। তবে ১৯৯৮ সাল থেকে মামলা-মোকদ্দমা শুরু হয়। ২০০৪ ও ২০১৮ সালে তার পক্ষে দুটি মামলার রায় হলেও ২০১৭ সালে রাহিম আহমদের দায়ের করা একটি মামলা এখনও চলমান। গত ৯ জুন, ২০২৫ তারিখে অপরপক্ষ ভাড়াটে লোক ও দেশীয় অস্ত্র দিয়ে জমি দখলের চেষ্টা করে, যখন তার মেয়ে ছাড়া বাড়িতে কেউ ছিল না। ঘটনার ভিডিও ধারণ করা হয়েছে বলে তিনি জানান।

তিনি দক্ষিণ সুরমা থানায় ৯ জুন দুটি অভিযোগ দাখিল করলেও কোনো ব্যবস্থা না নেওয়ায় উপজেলা নির্বাহী অফিসারকেও লিখিত অভিযোগ জানান। এছাড়া, তিনি গত কয়েক বছরে পাঁচটি জিডি করেছেন, যার বিবরণ সংবাদ সম্মেলনে উপস্থাপন করেন।

মোঃ আব্দুল মতিন আরও জানান, তার বিরুদ্ধে ভুয়া দলিল দিয়ে তিনটি মামলা দায়ের করা হয়েছে, যা তিনি মোকাবেলা করছেন। তিনি মিডিয়ার মাধ্যমে তার সমস্যা প্রচার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের অনুরোধ করেন।তিনি ন্যায়বিচার ও নিরাপত্তা চান।তাকে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে বলে জানান।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

August 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031