সর্বশেষ

» প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত হোক || ✍️ আব্দুল হালিম

প্রকাশিত: ৩০. জুন. ২০২৫ | সোমবার

✍️ আব্দুল হালিম: বাংলাদেশের গৌরবময় ইতিহাসে প্রবাসীরা এক অনন্য অবদান রেখে চলেছেন। রেমিট্যান্স প্রেরণ, দেশের অর্থনীতির চাকা সচল রাখা, এবং বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার ক্ষেত্রে প্রবাসীদের ভূমিকা আজ অনস্বীকার্য। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, এত গুরুত্বপূর্ণ অবদান রেখেও আমরা প্রবাসীরা এখনও দেশের নির্বাচন প্রক্রিয়ায় আমাদের মৌলিক ভোটাধিকার প্রয়োগ করতে পারি না।

ভোটাধিকার: এক মৌলিক অধিকার

প্রতিটি নাগরিকের জন্য ভোটাধিকার একটি সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার। আমরা যারা বিদেশে অবস্থান করছি, তারাও বাংলাদেশের বৈধ নাগরিক, জাতীয় পরিচয়পত্রধারী, পাসপোর্টধারী ও আয়কর প্রদানকারী। তাহলে আমাদের ভোটাধিকার কেড়ে নেওয়া বা প্রয়োগের সুযোগ না দেওয়া একটি নাগরিক অধিকার হরণ ছাড়া আর কিছুই নয়।

বর্তমান পরিস্থিতি ও প্রবাসীদের কষ্ট

আজও বাংলাদেশে বসবাসরত নাগরিকরা ভোটাধিকার ভোগ করলেও, প্রবাসীরা শুধু দর্শক হয়ে থাকেন। এমনকি অনেকে দীর্ঘদিন দেশে ফিরতেও পারেন না, অথচ তাঁরা পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য নিরলসভাবে কাজ করে যান। অথচ তাঁদের নিজ দেশের রাজনৈতিক নেতৃত্ব নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ নেই। এটি গণতন্ত্রের মৌলিক চেতনার পরিপন্থী।

বিশ্বে ইতিবাচক উদাহরণ

বিশ্বের অনেক দেশ — যেমন ভারত, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র প্রবাসীদের ভোটের অধিকার দিয়েছে। সেখানে ই-ভোটিং, দূতাবাসে ভোট বা ডাকযোগে ভোটের ব্যবস্থা চালু আছে। বাংলাদেশের মতো প্রবাসী নির্ভর অর্থনীতির দেশে এই ব্যবস্থা এখনও চালু না হওয়া অত্যন্ত দুঃখজনক।

আমাদের দাবি

বাংলাদেশ প্রবাসী অধিকার ফোরাম দীর্ঘদিন ধরেই এ বিষয়ে আওয়াজ তুলছে। আমরা নির্বাচন কমিশন ও সরকারকে জোরালোভাবে আহ্বান জানাই—

1. প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে দ্রুত আইন প্রণয়ন করুন

2. দূতাবাস ও কনস্যুলেটে ভোট কেন্দ্র স্থাপন করুন

3. ডিজিটাল ভোটিং বা ডাকযোগে ভোটের ব্যবস্থা করুন

4. ভোটার তালিকায় প্রবাসীদের অন্তর্ভুক্তির প্রক্রিয়া সহজ করুন

পরিশেষে

আজ সময় এসেছে—প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার। এটা শুধু আমাদের দাবি নয়, এটা আমাদের অধিকার। গণতন্ত্রের ভিত্তিকে মজবুত করতে হলে প্রবাসীদের মত একটি বড় জনগোষ্ঠীকে বাদ দিয়ে তা সম্ভব নয়। আমরা সরকারের কাছে জোরালো দাবি জানাই, অবিলম্বে এই বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।

✍️ লেখক: আব্দুল হালিম
আহ্বায়ক, বাংলাদেশ প্রবাসী অধিকার ফোরাম
কেন্দ্রীয় কমিটি।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031