সর্বশেষ

» চিকিৎসাসেবায় মানবিকতার দৃষ্টান্ত সিলেট ফ্রিডম হাসপাতাল

প্রকাশিত: ১৬. ডিসেম্বর. ২০২০ | বুধবার

চেম্বার ডেস্ক:: 
প্রাইভেট হাসপাতাল-ক্লিনিকগুলোতে যখন সিজার প্রবণতা আশঙ্কাজনক হারে বাড়ছে, ঠিক সেই সময়ে ‘নরমাল ডেলিভারী’র এক অন্যরকম সাফল্যের গল্প শোনালেন সিলেটের ফ্রিডম জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। নগরের আম্বরখানার বিমানবন্দর সড়কে অবস্থিত এ হাসপাতালের বয়স মাত্র এক বছর। এ সময়েই চিকিৎসাসেবায় অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করেছে হাসপাতালটি।
হাসপাতালের ব্যাবস্থাপনা পরিচালক (এমডি) ইকবাল মাহমুদ জানালেন, ‘৫০ শয্যার এ হাসপাতালে শুধুমাত্র গত নভেম্বর মাসে ৪৮ জন শিশু নরমাল ডেলিভারীতে পৃথিবীতে এসেছে, যা অন্য যে কোন প্রাইভেট হাসপাতাল কিংবা ক্লিনিকের চেয়ে ব্যতিক্রম।
এছাড়া বর্ষপূর্তি ও মহান বিজয় দিবস উপলক্ষে হাসপাতালটিতে ২১ জন ঠোঁট কাটা ও তালু কাটা রোগিকে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন ও চিকিৎসা দেয়া হয়েছে।
বুধবার (১৬ ডিসেম্বর) ফ্রিডম হাসপাতালের বর্ষপূর্তি উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব তথ্য জানান তিনি। ইকবাল মাহমুদ বলেন, প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকগুলোর ব্যাপারে রোগিদের সিজারিয়ান অপারেশনে বাধ্য করে টাকা কামানোর অভিযোগ আছে। এক্ষেত্রে, ফ্রিডম হাসপাতাল শুরু থেকেই সম্পূর্ণ ব্যতিক্রম। হাসপাতালের চিকিৎসকদের আন্তরিক চেষ্টায় অধিকাংশ ক্ষেত্রেই ‘নরমাল ডেলিভারী’র মাধ্যমেই সন্তান জন্মদান করানো হয়। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আরো জানান, সিংহভাগ মানুষের আর্থিক সঙ্গতির কথা মাথায় রেখে ফ্রিডম জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার মূল্য রাখা হয়েছে সর্বসাধারণের নাগালের মধ্যে। রোগ নির্ণয় বিভাগেও (ডায়াগনস্টিক) বিশ্বমানের যন্ত্রপাতির সন্নিবেশ ঘটানো হয়েছে।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন- ফ্রিডম হাসপাতালের চেয়ারম্যান রইছ উদ্দিন, পরিচালক ডা. রায়হান মাহমুদ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আল আজাদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি এনামুল হক জুবের, আমজাদ হোসেন, বর্তমান সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান, সহ-সভাপতি আব্দুল কাদের তাপাদার, সিনিয়র সাংবাদিক আব্দুল মালিক জাকা, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, নবনির্বাচিত সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, সাবেক সহ-সভাপতি ওয়েছ খসরু, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সাধারণ সম্পাদক ও বাসস ব্যুরো প্রধান মকসুদ আহমদ মকসুদ, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহ সভাপতি দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, আল ইসলাহ সম্পাদক সেলিম আউয়াল, দৈনিক সিলেটের ডাক এর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, প্রভাতবেলা সম্পাদক কবির আহমদ সোহেল, জৈন্তাবার্তা সম্পাদক ফারুক আহমদ, অ্যাডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন, সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাউসার চৌধুরী, আনোয়ারুল পারভেজ, পরিবেশবিদ কাশমির রেজা, সিলেট প্রেসক্লাবের সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নূর আহমদ, আহবাব মোস্তফা খান, সাবেক পাঠাগার ও প্রকাশনা সম্পাদক খালেদ আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. ওলিউর রহমান, লেখক কলামিস্ট সৈয়দ মবনু, সাংবাদিক আনিস রহমান, আব্দুল্লাহ আল নোমান, মাসুদ আহমদ রনি, লুৎফর রহমান তোফায়েল, শরিফুল ইসলাম, সাকিব আহমদ মিঠু, আবু বকর, মতিউর রহমান, আজমল আহমদ, এম জে কে এম শাহজাহান, প্রমুখ।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

July 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031