সর্বশেষ

» জামায়াতের প্রার্থীদের জয় নিশ্চিত করলে বাংলাদেশ হবে একটি আদর্শ রাষ্ট্র: হাবিবুর রহমান

প্রকাশিত: ২৭. জুন. ২০২৫ | শুক্রবার

Manual1 Ad Code
চেম্বার ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান হাবিব বলেছেন, “এই দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য ইসলামপন্থী শক্তির বিজয় অপরিহার্য। ন্যায়ভিত্তিক ও দূর্নীতিমুক্ত একটি সমাজ গঠনে জামায়াতের প্রার্থীদের জয় নিশ্চিত করলে বাংলাদেশ হবে একটি আদর্শ রাষ্ট্র।”
বৃহস্পতিবার (২৬ জুন) সিলেট শহরের সুবিদবাজারের একটি কমিউনিটি সেন্টারে জামায়াতে ইসলামি ৭নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “বর্তমান সময় চ্যালেঞ্জ ও সম্ভাবনার যুগ। যারা ইসলামী আদর্শকে ধারণ করে সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখেন, তাদের এখন সংগঠিত হয়ে মাঠে নামতে হবে। জনগণের আস্থা অর্জনের মাধ্যমেই বিজয় সুনিশ্চিত করা সম্ভব।”
তিনি আরও বলেন, “যদি আমরা সত্যিকার অর্থে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ দেখতে চাই, তাহলে জামায়াতের আমীর ড. শফীকুর রহমানের নেতৃত্বে এগিয়ে যেতে হবে। জামায়াতে ইসলামি দেশকে একটি আদর্শ রাষ্ট্রে পরিণত করতে বদ্ধপরিকর।”
সভায় সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. আনোয়ার হোসেন পাঠান এবং সঞ্চালনা করেন টিম সদস্য সৈয়দ বাহারুল ইসলাম রিপন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামি মনোনীত হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান আলী, সহকারী সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিন, বিমানবন্দর থানা জামায়াতের আমীর শফিকুল আলম শফিক, সহকারী সেক্রেটারি রেজাউল ইসলাম, ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ এবং হাফিজ আব্দুল হাই হারুন।
আরও বক্তব্য রাখেন জামায়াত নেতা আতিকুর রহমান চৌধুরী ও সাইফুল করিম চৌধুরী হায়াত।
জনশক্তি সমাবেশ ও ঈদ পুনর্মিলনীতে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীসহ উল্লেখযোগ্য সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
           

সর্বশেষ

আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Manual1 Ad Code
Manual6 Ad Code