ব্যতিক্রমী আয়োজনে লন্ডন টাইমস এর সিলেটে ৫ম বর্ষপূর্তি উদযাপন

প্রকাশিত: ১৬. মার্চ. ২০২১ | মঙ্গলবার


Manual8 Ad Code

চেম্বার ডেস্ক:: 

সত্য প্রকাশে নির্ভীক প্রতিপাদ্যকে সামনে রেখে ইংল্যান্ড থেকে প্রকাশিত প্রিন্ট ও অনলাইন ভার্সন লন্ডন টাইমসের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন হয়েছে।

Manual6 Ad Code

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট ব্যুরো প্রধান আফরোজ খান আয়োজন করেন এক ব্যতিক্রমী অনুষ্ঠানের। সিলেট নগরীর রায়গনগর দর্জিপাড়াস্থ শায়খুল ইসলাম জামেয়ায় আয়োজিত উক্ত ব্যতিক্রমী অনুষ্ঠানে বক্তারা বলেন- কুরআনের জ্ঞান যারা অর্জন করেন তারা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ। ওহীর জ্ঞান ছাড়া অন্য কোনো জ্ঞান পরিপূর্ণ ও পরিপক্ব হতে পারে না। আজকাল মিডিয়া কর্মী পরিচয় দিয়ে অনেক গর্হিত কজের অপতৎপরতা চলছে, এগুলো রুখে দাঁড়াতে প্রকৃত সাংবাদিকদের ভূমিকা পালন করতে হবে। ইসলামিক শিক্ষিতদের মধ্যে একটা সময় সাহিত্য সাংবাদিকতার চর্চা কম ছিল, এখন আর তা নেই। বর্তমানে কওমি মাদরাসা বা ইসলামি শিক্ষিতরাও মিডিয়া অঙ্গনে সাফল্যের স্বাক্ষর রাখছেন। কেক কাটাসহ প্রতিষ্ঠাবার্ষিকীর মূল আকর্ষণ ছিল অর্ধশত হাফিজে কুরআনকে সাথে নিয়ে মধ্যাহ্নভোজ।

আজ ১৬মার্চ মঙ্গলবার, দুপুরে লন্ডনের জনপ্রিয় গণমাধ্যম লন্ডন টাইমস পত্রিকার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে লন্ডন টাইমস সিলেটের ব্যুরো প্রধান আফরোজ খানের সভাপতিত্বে ও সিলেট রিপোর্ট ডটকমের বার্তা সম্পাদক শাহিদ হাতিমীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য, মাসিক তৌহিদী পরিক্রমার সম্পাদক এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি কবি মুহিত চৌধুরী, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, সহসভাপতি গোলজার আহমদ হেলাল, শায়খুল ইসলাম জামেয়ার প্রিন্সিপাল মাওলানা সৈয়দ সালিম কাসিমী, জালালাবাদ লেখক ফোরাম সিলেটের সেক্রেটারি মুহাম্মদ রুহুল আমীন নগরী।

Manual3 Ad Code

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম, পাপড়ি প্রকাশনীর সত্বাধিকারী ছড়াকার কামরুল আলম, নিউজ এ সম্পাদক এম এ ওয়াহিদ চৌধুরী, সিলেট নিউজ ওয়ার্ল্ড এর স্টাফ রিপোর্টার আলমগীর আলম, সাংবাদিক মোঃ আবু জাবের প্রমুখ।

Manual3 Ad Code

অনুষ্ঠানে শায়খুল ইসলাম জামেয়ার ছাত্র হাফিজ জাফর আহমদের কুরআন তেলওয়াতের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সৈয়দ উমায়ের আহমদ, ছাত্রদের পক্ষ থেকে অনুভূতি পেশ করেন রায়হান আহমদ।

Manual7 Ad Code

           

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
Manual1 Ad Code
Manual7 Ad Code