সর্বশেষ

» পিছিয়ে পড়া কানাইঘাট-জকিগঞ্জের জন্য কাজ করতে চাই: উবায়দুল্লাহ ফারুক

প্রকাশিত: ০৭. জানুয়ারি. ২০২৬ | বুধবার

Manual4 Ad Code

কানাইঘাট প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে বিএনপি সমমনা জোটের মনোণীত প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবাদুল্লাহ ফারুক কানাইঘাটের স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। মঙ্গলবার (৬ জানুয়ারী) রাত ৯টায় কানাইঘাট প্রেসক্লাব কার্যালয়ে মতবিনিময় কালে মাওঃ উবায়দুল্লাহ ফারুক বলেন ইতিমধ্যে বিএনপি সমমনা জোটের পক্ষ থেকে সিলেট-৫ আসনে তাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। নির্বাচনী আচরণ বিধি মেনে তিনি বিএনপি সহ জোটের নেতাকর্মীদের সাথে এবং জকিগঞ্জ-কানাইঘাটের সর্বস্থরের ভোটাদের সাথে মতবিনিময়, উঠান বৈঠক, সভা করে যাচ্ছেন। যেখানে যাচ্ছেন মানুষের অকুন্ঠ সমর্থন ও ভালবাসা পাচ্ছেন। কানাইঘাট-জকিগঞ্জ একটি অনুন্নত ও সবদিক থেকে পিছিয়ে পড়া জনপদ উল্লেখ করে বলেন বিগত দিনে এ অঞ্চলে কোন ধরণের উন্নয়ন হয়নি যার কারনে প্রধান প্রধান সড়কগুলো বেহাল অবস্থা বিরাজ করছে। গ্রামীণ রাস্তা-ঘাটের অবস্থা অত্যান্ত নাজুক। সুরমা, কুশিয়ারা ও লোভা নদীর ভাঙ্গনের কারনে মানুষের বাড়ি ঘর ফসলী জমি বিনষ্ট হচ্ছে। অনেক এলাকায় শিক্ষা প্রতিষ্টান নেই। যেগুলো আছে তা জরার্জীণ। ছোট-খাটো শিল্প প্রতিষ্টান না থাকার কারনে মানুষের কর্মসংস্থানের ব্যাপক অভাব সহ নানা ক্ষেত্রে আমরা পিছিয়ে রয়েছি। মতবিনিময়কালে উবায়দুল্লাহ ফারুক আরো বলেন এ জনপদের মানুষের ভোটে তিনি বিজয়ী হলে উল্লেখিত সমস্যাগুলো নিরসন সহ কানাইঘাট ও জকিগঞ্জকে সবদিক দিয়ে একটি উন্নত এলাকায় পরিণত করবেন তিনি। স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন জমিয়তে উলামায়ে ইসলাম বিএনপির সাথে জোট করেছে ইসলামের হেফাজতের জন্য। বিএনপি একমাত্র দল আলীম-উলামাদের সব সময় সম্মান দিয়ে থাকে। ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিশ্ব নেতাদের মত দেশ গঠনে নানা ধরণের পরিকল্পনা গ্রহণ করেছেন। দেশবাসীর সমর্থন পেয়ে বিএনপি জোট সরকার গঠন করবে ইনশাআল্লাহ। কানাইঘাট-জকিগঞ্জের উন্নয়নের স্বার্থে ধানেরশীষ প্রতীককে খাজুরগাছ প্রতীক মনে করে তাকে সমর্থন করার জন্য সর্বস্তরের ভোটারদের প্রতি আহবান জানান। বিএনপির দুটি উপজেলার নেতাকর্মী তার সাথে রয়েছে উল্লেখ করে নির্বাচনী কার্যক্রর্মে কানাইঘাটের স্থানীয় সাংবাদিক এবং প্রেসক্লাব নেতৃবৃন্দের সর্বাত্মক সহযোগীতা কামনা করেন মাওলানা উবায়দুল্লাহ ফারুক। মতবিনিময়কলে কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুন রশিদ মামুন সহ নেতৃবৃন্দ বলেন জোটের প্রার্থী হিসেবে মাওলানা উবায়দুল্লাহ ফারুকে মনোনয়ন দেওয়া হয়েছে। দেশ ও দলের স্বার্থে বিএনপির নেতাকর্মীরা ধানেরশীষ প্রতীকের প্রার্থী মনে করে জোটের জমিয়তের প্রতীক খেজুরগাছ মার্কায় ভোট দিবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের সহকারী সেক্রেটারী মাওলানা জয়নুল আবেদীন, জমিয়তের কেন্দ্রীয় নেতা সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাষ্টার সাজ উদ্দিন সাজু, পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা জমিয়তের সভাপতি মুফতি মাওলানা এবাদুর রহমান, সাধারণ সম্পাদক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আলতাফ হোসেন সহ বিএনপি ও জমিয়তের দায়িত্বশীল নেতৃবৃন্দের পাশাপাশি উভয় দলের সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।

           

সর্বশেষ

আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Manual1 Ad Code
Manual5 Ad Code