সর্বশেষ

» কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত অফিসার ইনচার্জের মতবিনিময়

প্রকাশিত: ১০. ডিসেম্বর. ২০২৫ | বুধবার


Manual8 Ad Code

কানাইঘাট প্রতিনিধিঃ সিলেটের কানাইঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) তিনি কানাইঘাট থানায় যোগদানের পর সাংবাদিকদের সাথে আজ বুধবার বিকাল ৩টায় তার কার্যালয়ে এ মতবিনিময় করেন। মতবিনিময়কালে নবাগত অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা থেকে বদলীজনিত কারনে তাকে কানাইঘাট থানায় বদলী করা হয়েছে। দায়িত্ব নেওয়ার পর গণমাধ্যমকর্মীদের সাথে এটি তার প্রথম মতবিনিময় উল্লেখ করে বলেন, সাংবাদিক পুলিশ একে অন্যের পরিপূরক। একটি থানার আইনশৃঙ্খলার সার্বিক উন্নয়নে গণমাধ্যমকর্মীরা অগ্রণী ভুমিকা পালন করে থাকেন। ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কানাইঘাট থানার আইনশৃঙ্খলার উন্নয়ন, অপরাধমূলক কর্মকান্ড দমন, চোরাচালান ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করে কোন ধরণের হয়রানী ছাড়াই তাৎক্ষণিক ভুক্তভোগীদের পুলিশি সেবা প্রদান করার অঙ্গীকার করেন তিনি। সেই সাথে আইশৃঙ্খলার উন্নয়নে বিট পুলিশিং কার্যক্রম জোরদার, শিক্ষা প্রতিষ্টান ও হাট-বাজারে পুলিশের পক্ষ থেকে জনসচেতনতামূলক সভা করবেন বলে নবাগত অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান। আইশৃঙ্খলার উন্নয়ন সহ পুলিশের সকল সেবামূলক কার্যক্রমে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দ, সকল রাজনৈতিক দল ও জনপ্রতিনিধি সহ সকলের সহযোগীতা কামনা করেন তিনি। মতবিনিময়কালে স্থানীয় সাংবাদিকরা অপরাধমূলক কর্মকান্ড বন্ধে পুলিশের কঠোর ভুমিকা পালন করার অনুরাধ জানিয়ে বলেন, আইনশৃঙ্খলার উন্নয়নে গাছবাড়ি এলাকা সহ প্রস্তাবিত স্থানে দ্রæত পুলিশ ফাঁড়ি স্থাপন, হাওড় এলাকায় যাত্রাগান, সকল ধরণের জোয়া বন্ধ, মদ, গাজা ও ইয়াবা  ব্যবসায়ী এবং চিহ্নিত চোরাকারবারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবী জানান। নেতৃবৃন্দ নাগরিকদের হয়রানী ছাড়াই পুলিশি সেবা প্রদানের আহবান জানান এবং নবাগত অফিসার ইনচার্জকে সহযোগীতার আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ হান্নান, বর্তমান সভাপতি নিজাম উদ্দিন, সহ-সভাপতি তাওহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, সহ-সাধারণ সম্পাদক মুমিন রশিদ, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক সুজন চন্দ অনুপ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হাফিজ আহমদ সুজন, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক জয়নাল আজাদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাহফুজ সিদ্দিকী, সদস্য মাওলানা আসআদ আহমদ, মুফিজুর রহমান নাহিদ, গণমাধ্যমকর্মী মিজানুর রহমান লাভলু, ওহিদুল ইসলাম।

           

সর্বশেষ

আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Manual1 Ad Code
Manual2 Ad Code