সর্বশেষ

» অনলাইন সাংবাদিকতা আর ফেইসবুক লাইভ এক নয়: মুহিত চৌধুরী

প্রকাশিত: ০৩. ডিসেম্বর. ২০২০ | বৃহস্পতিবার

মুহিত চৌধুরী: সাংবাদিকতা হলো রাষ্ট্রের “চতুর্থ স্তম্ভ”। বিশ্বব্যাপী গণমাধ্যমে স্বনিয়ন্ত্রিত পদ্ধতিতে হলেও দায়িত্বশীলতা নিশ্চিত করা জরুরি। স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নৈতিকতার মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতার নীতিকে উচ্চে তুলে ধরে আমরা কি সাংবাদিকতা করতে পারছি? এ প্রশ্ন এখন সচেতন মহলের।
আজকাল ডিজিটাল মাধ্যমের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে নিজের মতামত অনেকেই প্রকাশ করছেন। যা অনেক সময় সমাজ এবং রাষ্ট্রের জন্য অত্যন্ত ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ফেইসবুক পেইজে লাইভ করতে গিয়ে তারা অজ্ঞতার কারণে এমন সব কথা বলেন যা রীতিমত বিব্রতকর। রায়হান হত্যাকান্ডের পর এবং পুলিশের এসআই আকবরকে গ্রেফতারের সময় আমারা সে চিত্র দেখেছি। অনেক স্পর্শকাতর বিষয় নিয়ে তারা সীমান্তে দাঁড়িয়ে অবলীলায় লাইভ করেছেন।
কেউ কেউ আবার এই ফেইসবুক পেইজকে ‘টিভি’ হিসেবেও নামকরণ করেন। এতে করে পাঠক এবং দর্শকরা বিভ্রান্ত হয়ে মুলধারার টিভি চ্যানেলে যুক্ত টিভি সাংবাদিকদের তুচ্ছ তাচ্ছিল্যে করেন। যা মোটেই কাম্য নয়।

আমাদের সমাজে ক্যামেরা হাতে থাকা কাউকে দেখলেই মনে করা হয় তিনি একজন বড় সাংবাদিক। ঠিক তেমনি মোবাইল ফোনে যারা ফেইসবুক লাইভ করেন তাদেরকেও অনেকে বলে ফেলেন ‘অনলাইন সাংবাদিক’ বা টিভি সাংবাদিক। এটি একটি মারাত্মক ভুল ধারণা। এই ধারণা শুধু যে সাধারণ মানুষ করেন সেটা নয়। শিক্ষিত উচ্চ শিক্ষিত ব্যক্তি বা সমাজের কর্তাব্যক্তিরা ও এমন ধারণা পোষণ করেন। ফেইসবুকে কিছু একটা দেখলেই  তারা অনলাইন নিউজ পোর্টাল বা অনলাইন সাংবাদিকতাকে দোষারোপ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম আর অনলাইন গণমাধ্যম এক জিনিষ নয়। কেউ কাগজে কিছু সংবাদ ছাপিয়ে যদি হাজার হাজার কপি বিতরণ করে সেই কাগজ যেমন কোন সংবাদপত্র হবেনা ঠিক তেমনি ফেইসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ সংবাদ লিখে প্রকাশ করলে কিংবা লাইভ করলে সেটা অনলাইন সাংবাদিকতা, টিভি সাংবাদিকতা বা অনলাইন গণমাধ্যম হবেনা।
একটি প্রিন্ট পত্রিকা প্রকাশ করতে যেমন ডিক্লারেশন নিতে হয় একটি অনলাইন নিউজ পোর্টাল করতেও সরকারের কাছ থেকে নিবন্ধন নিতে হয় বা নিবন্ধনের জন্য আবেদন করতে হয়। অফিস, স্টাফ, ট্রেড লাইসেন্স সবই লাগে কিন্তু ফেইসবুক কিংবা লিফলেট করতে সে রকম কিছুই লাগেনা না।

তবে যারা অনলাইন সাংবাদিকতা যুক্ত হতে চান তাদেরকে গণমাধ্যমের নীতি নৈতিকতার উপর সম্যক জ্ঞান থাকতে হবে। একটি রিপোর্টে উল্লেখ করা প্রতিটি তথ্য শতভাগ নির্ভুল ও শুদ্ধ হতে হবে। সংবাদ প্রকাশ বা প্রচারের আগে প্রতিটি তথ্য বার বার খতিয়ে দেখতে হবে। কোন অবস্থাতেই অনুমানের উপর ভিত্তি করে কোনো তথ্য দেয়া যাবে না। আর এটি হলে অনলাইন সাংবাদিকতা মানুষের আরো বেশি আস্থা অর্জন করবে।

লেখক: সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031