সিলেট উইমেন্স মেডিকেল কলেজে ‘টিচিং মেথডলজি এন্ড এসেসমেন্ট’ কর্মশালা সম্পন্ন

প্রকাশিত: ২৭. মে. ২০২৫ | মঙ্গলবার


Manual7 Ad Code
চেম্বার ডেস্ক: সিলেট উইমেন্স মেডিকেল কলেজে ৩দিন ব্যাপী ‘টিচিং মেথডলজি এন্ড এসেসমেন্ট’ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। কলেজের মেডিকেল এডুকেশন ইউনিটের উদ্যোগে ২৫শে মে হতে শুরু হওয়া ৩দিনব্যাপী উক্ত কর্মশালা ২৭ মে (মঙ্গলবার) সমাপ্ত হয়।
কর্মশালায় উক্ত মেডিকেল কলেজের ৩৫ জন শিক্ষক অংশগ্রহণ করেন। এতে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন প্রফেসর ডাঃ ওয়েছ আহমদ চৌধুরী, প্রফেসর ডাঃ দেওয়ান আলী হাসান চৌধুরী, প্রফেসর ডাঃ তহুর আব্দুল্লাহ চৌধুরী এবং প্রফেসর ডাঃ খন্দকার আবু তালহা।
সিলেট উইমেন্স মেডিকেল কলেজের মেডিকেল এডুকেশন ইউনিটের সভাপতি প্রফেসর ডাঃ দেওয়ান আলী হাসান চৌধুরীর সভাপতিত্বে, ডাঃ মোঃ ইশফাক জামান সজীব ও ডাঃ ফেরদৌস মোঃ হুসাইনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালার সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হলি সিলেট হোল্ডিং লিমিটেড এর চেয়ারম্যান প্রফেসর ডাঃ ফজলুর রহিম কায়সার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ শাহানা ফেরদৌস চৌধুরী, উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডাঃ জি.এম মনিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডাঃ ফজলুর রহিম কায়সার বলেন, আদর্শ চিকিৎসক তৈরির লক্ষ্যে উন্নত চিকিৎসা শিক্ষার কোন বিকল্প নেই। এজন্য প্রয়োজন দক্ষতা। আর দক্ষতা অর্জনে প্রশিক্ষণের বিকল্প নেই। আমাদের তরুণ প্রজন্মের চিকিৎসকদের প্রয়োজনীয় জ্ঞান আহরণে প্রশিক্ষণের প্রতি জোর দিতে হবে।
সভাপতির বক্তব্যে প্রফেসর ডাঃ দেওয়ান আলী হাসান চৌধুরী বলেন, চিকিৎসা সেবার পাশাপাশি চিকিৎসা শিক্ষার উন্নতি এবং প্রসারের জন্য মেডিকেল কলেজের শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ গ্রহন অত্যন্ত গুরুত্বপূণ।
সমাপনী অনুষ্ঠানের শেষে কর্মশালায় অংশগ্রহণকারী প্রশিক্ষক এবং অংশগ্রহণকারী শিক্ষকদের মাঝে প্রশংসাপত্র-সনদপত্র বিতরণ করা হয়।
           

সর্বশেষ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
Manual1 Ad Code
Manual3 Ad Code