সর্বশেষ

» কানাইঘাটের আলোচিত ইফজাল হত্যা মামলার রায়, ১০ জনের আমৃত্যু কারাদণ্ড

প্রকাশিত: ১৭. জুলাই. ২০২৫ | বৃহস্পতিবার

চেম্বার প্রতিবেদক: কানাইঘাটের ছোটদেশ গ্রামে ৭ বছর আগে ডাকাতি করার সময় ডাকাতদল ইফজাল উদ্দিন নামে পরিবারের এক সদস্যকে গুলি করে হত্যার ঘটনায় ১০ জন আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।

দ্রুত বিচার ট্রাইব্যুনাল সিলেটের বিচারক স্বপন কুমার সরকার আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) এ রায় প্রদান করেন। ইফজাল উদ্দিন কানাইঘাটের ছোটদেশ গ্রামের আব্দুল জলিলের পুত্র

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন কানাইঘাট উপজেলার পূর্ব খালপাড় গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে সাহাব উদ্দিন সাবুল উরফে সেবুল আহমদ (২৭), নিজ বাউরবাগ পশ্চিম গ্রামের মৃত ফয়জুর রহমানের ছেলে আশিক উদ্দিন উরফে কালা মিয়া (৩০),উমাগড় ভাটিদিহি গ্রামের মৃত শামসুল হকের ছেলে রশিদ আহমদ (৩০), ছোটদেশ গ্রামের
মৃত আফতাব উদ্দিনের ছেলে নাজিম উদ্দিন (২৭), বীরদল ভাড়ারী ফৌদ গ্রামের সহিদুর রহমান উরফে সাইদুর রহমানের ছেলে কয়ছর (২৭), সিলেটের জলডুব লামাপতন,কমলাবাগান এলাকার মৃত আব্দুল মুমিনের ছেলে আবু বক্কর উরফে দুলাল (৩০), জকিগঞ্জের বিলপাড় বিলবাড়ীর ফারুক আহমদ, কানাইঘাট বড়বন্দ ৪র্থ খন্ড বারহাল দক্ষিনের মৃত তৈয়ব আলী উরফে মড়া মিস্ত্রির ছেলে কুতুব উদ্দিন হৃদয় (৩৫), ছোটদেশ আগফৌদ গ্রামের মাওলানা আব্দুর শুকুরের ছেলে মোঃ আব্দুল্লাহ (২৮), ছোটদেশ নয়াফৌদ গ্রামের মোঃ সাইদুর রহমানের ছেলে কামরুল ইসলাম (২৬) এবং ভাটিদিহি গ্রামের আমির আলীর ছেলে সেলিম(৩৮)। এ মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় ৬ আসাসিকে খালাস প্রদান করা হয়েছে।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট খায়রুল আলম বকুল জানান, এ মামলায় ২২ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করে মাননীয় আদালত এ রায় প্রদান করেন। উক্ত রায়ে বাদী পক্ষের আইনজীবী ও মামলার বাদী সন্তুষ্ট হয়েছেন।

ডাকাতের গুলিতে নিহত ইফজাল আহমদের ভাই নিজাম আহমদ প্রতিক্রিয়া জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়ে তিনি বলেন, আমার ভাই হত্যার বিচার পেয়েছি,আমি আদালতের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি৷

উল্লেখ্য, ২০১৮ সালের ১৯ এপ্রিল ইফজাল উদ্দিনের
বসত বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ঐ দিন ডাকাতি করার সময় মোঃ ইফজাল উদ্দিন বাধা প্রদান করিলে ডাকাতরা গুলি করে তাকে হত্যা করে। এ ঘটনায় ইফজালের পিতা বাদী হয়ে কানাইঘাট থানায় একটি মামলা করেন।
থানার মামলা নং ১৪, তাং ১৯/০৪/২০১৮, ধারা ৪৯৬ দন্ডবিধি দায়ের করেন।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930