সর্বশেষ

» সিলেট অনলাইন প্রেসক্লাবের সাথে গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের মতবিনিময়

প্রকাশিত: ২৭. অক্টোবর. ২০২৩ | শুক্রবার

চেম্বার ডেস্ক:ডিজিটাল সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট অনলাইন প্রেসক্লাব ও গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি মুহিত চৌধুরীর সভাপতিত্বে ও ক্লাব সহ-সভাপতি গোলজার আহমদ হেলালের পরিচালনায় শুরুতে মহাগ্রন্থ আল-কোরআন থেকে তেলাওয়াত করেন ক্লাব সদস্য এম.এ ওয়াহিদ চৌধুরী।

এসময় বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি এম.আব্দুল জলিল, সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন, সিলেট অনলাইন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আব্দুল মুহিত দিদার।

সভাপতির বক্তব্যে মুহিত চৌধুরী বলেন, বর্তমান সময় অনলাইনের, গণমাধ্যমের ড্রাইভিং সিটে এখন অনলাইন। তাই যারা অনলাইন সাংবাদিকতার সাথে যুক্ত হবেন তাদেরকে দায়িত্বশীল হতে হবে, পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নিজেদের শ্রেষ্টত্ব প্রমাণ করতে হবে।

গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম.আব্দুল জলিল ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের পথ চলায় আমরা সবসময় সিলেট অনলাইন প্রেসক্লাবকে পাশে পেতে চাই।

এসময় মফস্বলে অনলাইন সাংবাদিকতার প্রতিবন্ধকতা ও সম্ভবনা নিয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠত হয়। এতে বক্তব্য রাখেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মবরুর আহমদ সাজু, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক জহিরুল ইসলাম মিশু, কার্ষকরী সদস্য সাইফুল ইসলাম, সদস্য ডি এইচ মান্না, মো: আবু জাবের, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি খন্দকার বদরুল আলম, সাংগঠনিক সম্পাদক শেখ জাহিদ হাসান, কোষাধ্যক্ষ নাজমুল ইসলাম, প্রচার সম্পাদক ফাহিম আহমদ, শামিল হোসাইন প্রমুখ।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Please continue to proceed