কানাইঘাট প্রেসক্লাবের উদ্যোগে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপিত

প্রকাশিত: ১৬. ডিসেম্বর. ২০২২ | শুক্রবার


Manual6 Ad Code

কানাইঘাট প্রতিনিধি: ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাবের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২২ নানা অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয়েছে। মহান বিজয় দিবসের সূচনা লগ্নে সূযোদয়ের সাথে সাথে কানাইঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রেসক্লাব নেতৃবৃন্দ কর্তৃক পুষ্পস্তপক অর্পন, ক্লাব কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, প্রেসক্লাবকে আলোকসজ্জা করা হয়। এছাড়াও উপজেলা প্রশাসন কর্তৃক বিজয় দিবসের সকল অনুষ্ঠানে প্রেসক্লাব নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
বিকেল ৩টায় প্রেসক্লাব কার্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা এবং ১৯৭১ সালের মহান শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ক্লাব সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নিজাম উদ্দিনের পরিচালনায় বিজয় দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি আব্দুন নূর, সহ-সম্পাদক মাহবুবুর রশিদ, দপ্তর সম্পাদক মুমিন রশিদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহিন আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তাউহিদুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য আলা উদ্দিন, সুজন চন্দ অনুপ, সদস্য জয়নাল আজাদ, মাহফুজ সিদ্দিকী, হাফিজ আহমদ সুজন, মাও. আসাদ আহমদ, মুফিজুর রহমান নাহিদ।
বিজয় দিবসের আলোচনা সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন পশ্চিম পাকিস্থান শাসক গোষ্টির নানা ধরনের বৈষম্য, নিপিড়ন, নির্যাতন সহ ভোটারধিকারের রায় হরনের কারনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমাদের জাতীয় নেতারা পাকিস্তানী শাসক গোষ্টির বিরুদ্ধে নানা আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সূচনা করেন। তার মধ্য দিয়ে ৩০ লক্ষ প্রানের বিনিময়ে ২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে এবং দেশ বরেন্য বুদ্ধিজীবি, কবি, সাহিত্যিক, সাংবাদিকদের শাহাদৎ বরনের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমরা স্বাধীনতা অর্জন করি। বিশে^র দরবারে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে দেশ জাতির কল্যানে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে সকল বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিকেল ৪টায় ক্লাব কার্যালয়ে দাবা-লুডু প্রতিযোগিতা এবং সন্ধ্যা ৬টায় উপজেলা প্রশাসন ব্যাটমিন্টন গ্রাউন্ড মাঠে ব্যাটমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে ৩টি ইভেন্টে বিজয়ী, চ্যাম্পিয়ন, রানার্সআপ সাংবাদিক জুটির মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি। প্রেসক্লাব নেতৃবৃন্দের উপস্থিতিতে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহাজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ও কলেজ পরিদর্শক সাবেক ছাত্রনেতা এম. তাজিম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম, থানার সেকেন্ড অফিসার সোহেল মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক ওদুদ আহমদ, উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি শরিফ উদ্দিন, সাংস্কৃতিক কর্মী ক্রীড়া সংগঠক মাস্টার জাহিদ হাসান রাহিন প্রমুখ। পুরুষ্কার বিতরণকালে প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল তার নিজ উদ্যোগে প্রেসক্লাবের সদস্যদের জন্য টি-শার্ট এবং সম্মাননা স্মারক প্রদান করেন।
পুরষ্কার বিতরণকালে নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের নানা ধরনের কার্যক্রমের প্রশংসা করে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সরকারের সকল উন্নয়ন মূলক কর্মকান্ড জনসাধারণের কাছে তুলে ধরার পাশাপাশি এখানকার গণমাধ্যমকর্মীরা উপজেলা প্রশাসনের সকল কার্যক্রমে সব-সময় সহযোগিতা করে থাকেন। মহান বিজয় দিবস উপলক্ষ্যে প্রেসক্লাবের উদ্যোগে ব্যাটমিন্টন সহ অন্যান্য প্রতিযোগিতার আয়োজনের প্রশংসা করে বলেন, খেলাধূলা ও সাংস্কৃতিক কর্মকান্ড ছড়িয়ে দিতে গণমাধ্যম কর্মীদের আরো সক্রীয় হওয়ার আহ্বান জানান।

           

সর্বশেষ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
Manual1 Ad Code
Manual8 Ad Code