২২ হাজরের বেশি পর্নোগ্রাফি সাইট বন্ধ করা হয়েছে: বিটিআরসি

প্রকাশিত: ০৬. সেপ্টেম্বর. ২০২১ | সোমবার


Manual7 Ad Code

চেম্বার ডেস্ক:: ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে সংঘটিত অপরাধ প্রতিরোধে ২২ হাজারের বেশি পর্নোগ্রাফি ও জুয়ার সাইট বন্ধ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

Manual1 Ad Code

সোমবার (৬ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে বিটিআরসি। সংবাদ সম্মেলনে জানানো হয়, ইতােমধ্যেই ডাক ও টেলিযোগাযােগ মন্ত্রী মোস্তাফা জব্বারের নির্দেশক্রমে বাংলাদেশ থেকে ২২,০০০ এর অধিক পর্নোগ্রাফিক এবং অনলাইন জুয়ার সাইটে প্রবেশ বন্ধ করা হয়েছে।

Manual1 Ad Code

বিটিআরসি জানায়, দেশে মােবাইলফোন এবং ইন্টারনেটের ব্যবহার বেড়েছে। ইতোমধ্যে চালু হয়েছে থ্রিজি ও ফোর-জি। এছাড়াও সামাজিক যােগাযােগ মাধ্যম সমূহেরও ব্যবহার বৃদ্ধি পেয়েছে। এতে বিভিন্ন ওয়েবসাইট এবং সামাজিক যােগাযােগ মাধ্যম ব্যবহারে ইতিবাচক সুবিধার পাশাপাশি এর অপব্যবহার বাড়ছে। এসব ওয়েবসাইট এবং সামাজিক যােগাযোগ মাধ্যমে সরকারবিরােধী, রাষ্ট্রবিরােধী, সামাজিক, রাজনৈতিক, পর্নোগ্রাফি, সাংস্কৃতিক কিংবা ধর্মীয় বিষয়ে উস্কানিমূলক ও উগ্রবাদী কন্টেন্টসহ বিভিন্ন রকম আপত্তিকর কন্টেন্ট প্রচার করা হচ্ছে যা প্রতিদিন আশঙ্কজনক হারে বৃদ্ধি পাচ্ছে।

Manual4 Ad Code

এছাড়াও বিটিআরসি জানায়, শিশু ও কিশােররা এসব সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইনে গেমস খেলার কারণে তাদের পড়াশােনায় ব্যাঘাত সৃষ্টির পাশাপাশি স্বাভাবিক মানুষিক বিকাশ ব্যাহত হচ্ছে।

এর আগে ২২ হাজার পর্নোসাইট ও চার হাজার জুয়ার সাইট বন্ধ করা হবে বলে জানিয়েছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

           

সর্বশেষ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
Manual1 Ad Code
Manual5 Ad Code