শ্যামল সিলেটের বার্তা সম্পাদক আবুল মোহাম্মদের মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

প্রকাশিত: ২২. সেপ্টেম্বর. ২০২৫ | সোমবার

কানাইঘাট প্রতিনিধিঃ দৈনিক শ্যামল সিলেট পত্রিকার বার্তা সম্পাদক সিলেটের সাংবাদিক মহলের অত্যন্ত পরিচিত মুখ সজ¦ন ব্যক্তি সাংবাদিক আবুল মোহাম্মদ এর মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দ।

এক শোক বার্তায় ক্লাব সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ সহ নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক আবুল মোহাম্মদ একজন ন্যায়-নিষ্ঠাবান কলম সৈনিক ছিলেন। মহান সাংবাদিকতা পেশাকে তিনি সব-সময় ধারন করে আসছিলেন।
সিলেটের সাংবাদিক অঙ্গনের এ প্রিয় ব্যক্তির মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দ অত্যন্ত মর্মাহত শোকাহত। আল্লাহ রাব্বুল আল-আমিন যেন তাকে জান্নাত নসীব করেন, সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য্য ধরার তৌফিক দান করেন।

image_print