জুলাই গণঅভ্যূত্থান উপলক্ষ্যে কানাইঘাট প্রেসক্লাবের আলোচনা ও দোয়া মাহফিল

প্রকাশিত: ০৫. আগস্ট. ২০২৫ | মঙ্গলবার


Manual6 Ad Code

কানাইঘাট প্রতিনিধিঃ জুলাই গণঅভ্যূত্থান উপলক্ষে ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় ক্লাব কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্বে করেন, ক্লাবের সভাপতি নিজাম উদ্দিন।
ক্লাব সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদের পরিচালনায়, জুলাই গণঅভ্যূত্থান দিবসের তাৎপর্য ও পটভ‚মি তুলে ধরে বক্তব্য রাখেন, ক্লাবের সহ সভাপতি আব্দুন নুর, সহ সাধারণ সম্পাদক মুমিন রশিদ, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক সুজন চন্দ অনুপ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জয়নাল আজাদ প্রমুখ।
আলোচনা সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, মহান ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে এদেশের মানুষ বার বার গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে তাদের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটিয়েছেন। ২০২৪ সালের জুলাই গণঅভ্যূত্থানের মাধ্যমে আওয়ামীলীগ সরকারের পতনের পর দলমত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ বৈষম্যহীন একটি রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখছেন। জুলাই গণঅভ্যূত্থানের সময় দেশের গণমাধ্যমকর্মীরা অগ্রভাগে ছিলেন, গণমাধ্যমকর্মীরা নিহত হওয়ার পাশাপাশি অনেকে গুরুতর আহত হয়েছেন। বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে হলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত এবং সাংবাদিকদের সুরক্ষা দেয়ার আহŸান জানানো হয়। আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যূত্থানে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

           

সর্বশেষ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
Manual1 Ad Code
Manual2 Ad Code