সর্বশেষ

এখন ঘরে বসেই অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন টিন নম্বরধারীরা

প্রকাশিত: ১৩. অক্টোবর. ২০২১ | বুধবার

চেম্বার ডেস্ক:: এখন ঘরে বসেই অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন টিন নম্বরধারীরা। আয়কর রিটার্ন প্রস্তুত ও জমা দেওয়ার যুগান্তকারী উদ্যোগ ই-রিটার্ন বা অনলাইন রিটার্ন দাখিল।

টিনধারীরা ওয়েবসাইটে রেজিস্টেশন করে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন। অনলাইন রিটার্ন দাখিলের ওয়েব সাইট: https://etaxnbr.gov.bd/#/auth/sign-in

একটি মাত্র লিংকে ঢুকে করদাতা ই-টিন খোলা, অনলাইনে ট্যাক্স রিটার্ন দাখিল, অনলাইনে আয়কর পরিশোধের সুবিধা, রিটার্ন দাখিলের সঙ্গে সঙ্গে প্রাপ্তি স্বীকারপত্র ও আয়কর সনদ প্রাপ্তি এবং ইটি ডিএস সুবিধা পাওয়া যাবে।

আগামী ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করতে হবে। করোনার কারণে গত বছরও আয়কর মেলা হয়নি। কর অঞ্চলগুলো মেলার আদলে রিটার্ন জমা নেয়।

অনলাইন রিটার্ন দাখিলের কিছু দিকনির্দেশনা:
১. ই-রিটার্ন ব্যবহারের জন্য বায়োমেট্রিক্যাল ভেরিফাইড মোবাইল ফোন নম্বর প্রয়োজন হবে।

২. সহজ ব্যবহার ও ভালো কাজের জন্য একটি ল্যাপটপ বা একটি ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করুন। মোবাইল ডিভাইসগুলি সমস্ত ফিচার প্রদর্শন করতে পারে না।

৩. আপনার আয়কর তথ্যের গোপনীয়তা বজায় রাখতে আপনার OTP বা পাসওয়ার্ড অন্যদের সঙ্গে শেয়ার করবেন না।

৪. ই-রিটার্ন ব্যবহার করার সময় সমস্ত প্রয়োজনীয় নথি/কাগজপত্র সঙ্গে রাখুন। আপনার নথি/কাগজপত্র থেকে আপনাকে অনেক তথ্য দিতে হবে।

৫. আপনি এখানে কোনো কাগজপত্র সংযুক্ত করবেন না। প্রয়োজন হলে ট্যাক্স অফিস পরবর্তী সময়ে আপনার রিটার্ন সম্পর্কিত ডকুমেন্টের জন্য অনুরোধ করতে পারে।

৬. ই-রিটার্নের সমস্ত হিসাব আপনার দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে হবে। আপনার তথ্যের আলোকে সিস্টেম অটোমেটিক হিসাব করে নেবে।

৭. রিটার্ন প্রস্তুতির সময় আপনি সিস্টেম সাহায্য নিতে পারেন।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031