সর্বশেষ

» দিরাই রিপোর্টার্স ইউনিটিতে দুই লক্ষ টাকা অনুদান দিলেন জেলা পরিষদের প্রশাসক মুকুট

প্রকাশিত: ২৪. আগস্ট. ২০২২ | বুধবার

চেম্বার ডেস্ক::  সুনামগঞ্জের দিরাই উপজেলায় বিভিন্ন দৈনিক পত্রিকায় কর্মরত সাংবাদিকদের সংগঠন দিরাই রিপোর্টার্স ইউনিটির সাথে মতবিনিময় করেছেন সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা মুকুট।

মঙ্গলবার দুপুর ১টায় দিরাই পৌরসদরের জালাল সিটি সেন্টারে দ্বিতীয় তলায় দিরাই রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশাহিদ আহমদ সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হিল্লোল পুরকায়স্থের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে নুরুল হুদা মুকুট বলেন, গণমাধ্যমকে গণমানুষের কথা বলতে হবে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশ ও সমাজের কল্যাণ বয়ে আনে।

সত্য প্রকাশে দৃঢ়তার সঙ্গে কাজ করতে সাংবাদিকদের প্রতি আহবান জানান তিনি।

নুরুল হুদা মুকুট দিরাই রিপোর্টার্স ইউনিটির অফিস উন্নয়নে ২লক্ষ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন।

এ সময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, শাল্লা উপজেলার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট অবণী মোহন দাস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, দিরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশাররফ মিয়া, দিরাই উপজেলা যুবলীগ সভাপতি রঞ্জন রায়, জেলা ছাত্রলীগের সভাপতি দীপংকর কান্তি দে, রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি রুকনুজ্জামান জহুরী, জীবন সূত্রধর, যুগ্ম সম্পাদক আক্তার সাদিক, মুহিবুর রহমান তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিপংকর বনিক দিপু, কোষাধ্যক্ষ রবিনুর চৌধুরী প্রমুখ।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

May 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031