সর্বশেষ

» গোয়াইনঘাট এসোসিয়েশন অফ মিশিগানের কার্যকরী পরিষদ গঠন

প্রকাশিত: ০৬. মে. ২০২৫ | মঙ্গলবার

প্রবাস চেম্বার ডেস্ক : গোয়াইনঘাট এসোসিয়েশন অফ মিশিগানের সাধারণ সভা গত ৪ মে রোববার ওয়ারেন সিটির অভিজাত আলিফ রেস্টুরেন্টে অনুষ্টিত হয়। সাধারণ সম্পাদক এডভোকেট দীপক চৌধুরীর পরিচালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক এজেডএম ওবায়দুল্লাহ। সভাটি ২ টি ধাপে অনুষ্টিত হয়। শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের অফিস সম্পাদক মোঃ আশরাফুল আমিন।

প্রথম অধিবেশনে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা সর্বজনাব গোলাম কিবরিয়া হেলাল, জালাল উদ্দিন, আব্দুস সালাম, অধ্যাপক আমিনুল হক, মোনাফ আহমেদ বাবুল ও পৃষ্টপোষকদের মধ্যে বক্তব্য রাখেন আক্তার হোসেন মাসুক,রোসেন্দ্র কুমার দাস, গোলাম আজম মাসুক, আব্দুল মালিক ও আব্দুল হক। নেতৃবৃন্দ বক্তব্যে সংগঠনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন বিদেশের মাটিতে অনেক ব্যাস্ততার মধ্যে ও এক ঝাক তরুণদের নিয়ে গঠিত গোয়াইনঘাট এসোসিয়েশন অফ মিশিগানের কার্যক্রম সত্যিই প্রশংসনীয় এবং কমিউনিটিতে এই সংগঠন অবদান রাখার পাশাপাশি গোয়াইনঘাটের জন্য ও কাজ করে যাচ্ছে।
আরো বক্তব্য রাখেন মোঃ আব্দুল লতিফ বাবুল, মোঃ কামাল আবেদীন, জয়নাল উদ্দিন, মফিজুর রহমান, মোঃ হেলাল আবেদীন, আব্দুল খালিক, ইফতেখার হেলাল, দিলওয়ার হোসেন,কয়েস আহমেদ, প্রভাষক আলিম উদ্দিন, বেলাল আজাদ, বেলাল উদ্দিন মাস্টার, ওলিউর রহমান, রানু মিয়া, আবুল হাসনাত রতন, মোহাম্মদ মুসা, হারুনুর রশিদ, কামরুল হাসান, রাশেদুজ্জামান রাসেল, শরীফ আহমেদ, মাসুম আহমেদ, রায়হান আহমেদ,সালমান আহমেদ শিপলু মিয়া প্রমুখ নেতৃবৃন্দ।
প্রথম অধিবেশন শেষে মধ্যাহ্নভূজের পর দ্বিতীয় অধিবেশনে মিশিগানে বসবাসরত সকল গোয়াইনঘাটবাসীর উপস্থিতিতে এক প্রাণবন্থ পরিবেশে দীর্ঘ আলোচনা পর্যালোচনার পর সর্বসম্মতিক্রমে মোঃ নজরুল ইসলাম বদরুল কে সভাপতি ও তরিক উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট ২০২৫-২০২৬ সালের জন্য পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ গঠন করা হয় এবং ৫ সদস্য বিশিষ্ট সম্মানিত উপদেষ্টা পরিষদ ও ৫ সদস্য বিশিষ্ট পৃষ্টপোষক পরিষদ গঠন করা হয়। নবগটিত কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম বদরুল ও সাধারণ সম্পাদক তরিক উদ্দিন স্বাগত বক্তব্যে গোয়াইনঘাটবাসীর প্রাণের সংগঠন গোয়াইনঘাট এসোসিয়েশন অফ মিশিগানের ভবিষ্যত কার্যক্রমকে বেগবান করার জন্য সকল প্রবাসী গোয়াইনঘাটবাসীর ঐক্যবদ্ধ সহযোগিতা কামনা করেন এবং সবাইকে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সর্বশেষে সংগঠনের প্রতিষ্টাতা সভাপতি অধ্যাপক এজেডএম ওবায়দুল্লাহসাধারণ ও সম্পাদক এডভোকেট দীপক চৌধুরী তাদের বিদায়ী বক্তব্যে দীর্ঘ দায়িত্বকালীন সময়ে সবার সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

May 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031