সর্বশেষ

» কানাইঘাট গাজী বোরহান উদ্দিন সড়কের পুণঃনির্মাণের দাবীতে রাস্তায় নেমেছে জামায়াত

প্রকাশিত: ২৯. এপ্রিল. ২০২৫ | মঙ্গলবার

কানাইঘাট প্রতিনিধিঃ সিলেট শহরের সাথে কানাইঘাট উপজেলার যাতায়াতের একমাত্র সংযোগ সড়ক গাজী বোরহান উদ্দিন রাস্তার সংস্কার ও পুনঃনির্মাণের দাবীতে সোচ্চার হয়ে উঠেছেন কানাইঘাটের জনসাধারণ ও রাজনৈতিক মহল। দ্রæত জনগুরুত্বপূর্ণ এলাকার লাখো মানুষের যাতায়াতে বোরহান উদ্দিন সড়কের পুনঃনির্মাণ কাজ শুরু করা না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিয়েছে কানাইঘাট উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
গতকাল সোমবার বোরহান উদ্দিন সড়কের সংস্কারের দাবীতে উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে পৃথক মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। প্রথমে বিকেল ২টায় পৌর শহরের রামিজা-বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পৌর জামায়াত এবং পরবর্তী বিকেল ৪টায় গাছবাড়ী বাজারে উপজেলা জামায়াতের উদ্যোগে পৃথক মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।
এসব সভা থেকে সিলেট জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সিলেট-৫ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত আগামীর সংসদ নির্বাচনে প্রার্থী হাফিজ মাও. আনোয়ার হোসেন খান বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের শাসনামলে কানাইঘাটের মানুষের একমাত্র যাতায়াতের রাস্তা বোরহান উদ্দিন সড়কের সংস্কার বা মেরামতের কোন কাজ হয়নি। রাস্তা সংস্কারের নামে সরকারের টাকা লুটপাট করা হয়েছে। সড়কটির ৩৫ কিলোমিটার রাস্তার উন্নয়ন না হওয়ায় দীর্ঘদিন থেকে এ সড়ক দিয়ে যানবাহন থেকে শুরু করে প্রতিদিন হাজার হাজার মানুষ চরম দুর্ভোগ নিয়ে যাতায়াত করছেন। পুরো সড়কটি বর্তমানে চলাফেরার অনুপযোগী হয়ে পড়েছে, ভেঙে নালাখন্দকে একাকার হয়ে গেছে। বিগত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামীলীগ সরকারের পতনের পর বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট সকল দপ্তরে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ গাজী বোরহান উদ্দিন সড়ক দ্রæত সংস্কার ও পুণঃনির্মাণের দাবী জানানো হলেও এখন পর্যন্ত সড়কের পুণঃনির্মাণে সরকারের পক্ষ থেকে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ না করায় কানাইঘাটের মানুষের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। দ্রæত সড়কটি সংস্কার করে যান চলাচলের অনুপযোগী করা না হলে কানাইঘাটের মানুষজনকে সাথে নিয়ে জামায়াতে ইসলাম বৃহত্তর কর্মসূচী গ্রহণ করবে বলে মানববন্ধন থেকে জামায়াত নেতৃবৃন্দ হুশিয়ার উচ্চারন করেন।
উপজেলা জামায়াতের আমীর মাও. কামাল আহমদ ও পৌর জামায়াতের আমীর মাও. আব্দুল করিমের সভাপতিত্বে পৃথক মানববন্ধন ও পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা জামায়াতের মজলিসে সূরা ও কর্মপরিষদ সদস্য মাও. ফয়জুল্লাহ বাহার, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাও. শরিফ আহমদ, মাও. ফয়ছল আহমদ, জেলা শিবিরের সভাপতি মারুফ আহমদ চৌধুরী, পৌর জামায়াতের নায়েবে আমীর মাও. বিলাল আহমদ, সেক্রেটারী মাও. ইকবাল হোসেন, উপজেলা জামায়াতের সহ সেক্রেটারী মাও. মখতার আহমদ, জামায়াত নেতা জুবায়ের আহমদ ইউসুফ, মাও. বিলাল আহমদ, হাফিজ মাও. আবুল খায়ের, কাজী মামুন রশিদ, মাস্টার ফরিদ আহমদ, মাও. নাজিম উদ্দিন, সারোয়ার ফারুকী, শিব্বির আহমদ, মাও. সোলাইমান, মাস্টার শামছুদ্দিন প্রমুখ।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Please continue to proceed