সর্বশেষ

» সংসদ সদস্য পদে শপথ নিলেন নাসিমপুত্র তানভীর শাকিল জয়

প্রকাশিত: ০৭. ডিসেম্বর. ২০২০ | সোমবার

চেম্বার ডেস্ক:: জাতীয় সংসদের সদস্য (এমপি) পদে শপথ নিয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয়।

 

সোমবার (৭ ডিসেম্বর) বিকেলে সংসদের শপথ কক্ষে সিরাজগঞ্জ-১ আসন থেকে নির্বাচিত এই এমপিকে শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

জাতীয় সংসদের জনসংযোগ অধিশাখার সহকারী পরিচালক নুরুল আবছার কাজল বিষয়টি নিশ্চিত করেছেন।

 

শপথ গ্রহণ শেষে তানভীর শাকিল জয় রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিম।

 

উল্লেখ্য, গত ১৩ জুন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর সিরাজগঞ্জ-১ (কাজীপুর ও সদর উপজেলার একাংশ) আসন শূন্য ঘোষণা করে জাতীয় সংসদ।

 

এরপর নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী গত ১২ নভেম্বর অনুষ্ঠিত উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হন নাসিমপুত্র প্রকৌশলী তানভীর শাকিল জয়। আওয়ামী লীগের মনোনীত এই প্রার্থী পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৩২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সেলিম রেজা পেয়েছেন মাত্র ৪৬৮টি ভোট।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031