সর্বশেষ

» কথার জাদুকর সাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭২তম জন্মদিন আজ

প্রকাশিত: ১৩. নভেম্বর. ২০২০ | শুক্রবার

চেম্বার ডেস্ক:: কথার জাদুকররা বেঁচে থাকেন বইয়ের ভাঁজে। বেঁচে থাকেন অক্ষরের গাঁথুনিতে, গল্পের চরিত্রে। হুমায়ূন আহমেদ তেমনই একজন। সাহিত্যের এ ধ্রুবতারা পাঠকদের ভালবাসায় সিক্ত হন প্রতিদিন, প্রতিক্ষণ। প্রিয় লেখকের ৭২তম জয়ন্তিতে শ্রদ্ধা নিবেদন।

তোমাদের এ নগরে, চলে যায় বসন্তের দিন। প্রিয়তমেষু, রঙপেন্সিলে যখন আনন্দ বেদনার কাব্যে জাগে হিমু মিসির আলীর যুগলবন্দী, কিংবা শ্রাবণ মেঘের দিন, কোথাও কেউ নেই, তখন জোৎস্না ও জননীর গল্পে, সে ধীরে আসে। এমন নানাবিধ গল্পের জাদুকর হুমায়ূন আহমেদ।

 

তাঁর গল্পের চরিত্রগুলো অনেকটা তাঁরমতোই। রহস্যময়, পাগলাটে, বন্ধুসুলভ। হয়তো তাই, নিঃশব্দে প্রিয় লেখককে লালন করেন ভক্তরা।

খালি পায়ে হেঁটে চলা তরুণটিও মনের অজান্তে নিজেকে হিমু ভেবে বসেন। ধোঁয়া ওঠা চায়ের কাপে কেউ খুঁজেন প্রিয় লেখকের স্বপ্ন পূরণের পথ।

৮ বছর পূর্ণ হলো। পৃথিবীর গন্ডি ছাড়িয়ে অদেখা ভুবনে বাস করছেন হুমায়ূন আহমেদ। তবুও তিনি পৃথিবীতেই বিরাজমান। এ শহরে জেগে থাকা মিসির আলী, শুভ্র, কিংবা রুপাদের ভীড়ে, নিভৃতে বেঁচে থাকবেন কথার জাদুকর।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031