সর্বশেষ

বর্ণাঢ্য আয়োজনে নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের এক যুগে পদার্পন উদযাপিত

প্রকাশিত: ০১. সেপ্টেম্বর. ২০২৫ | সোমবার

চেম্বার ডেস্ক: অনলাইন নিউজ পোর্টাল নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১২তম বছরে পদার্পণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (১ সেপ্টেম্বর) রাতে সিলেট অনলাইন প্রেসক্লাবের ড.রাগীব আলী মিলনায়তনে এক ঝাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পোর্টালের সম্পাদক মন্ডলীর সভাপতি, সিলেট সার্ক ইন্টারন্যাশনাল কলেজ বাংলাদেশের অধ্যক্ষ মোহাম্মদ মহি উদ্দিনের সভাপতিত্বে ও সম্পাদক তাওহীদুল ইসলাম আমন্ত্রিত অতিথিদেরকে নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের সূচনা করেন।

এ সময় আমন্ত্রিত অতিথিবৃন্দ নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের এক যুগে পদার্পনে শুভেচ্ছা জানিয়ে বলেন, নিউজচেম্বার সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকের আস্থা অর্জনের পাশাপাশি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। মানুষের সমস্যা, সম্ভাবনা, সাফল্য অর্জনসহ অনিয়ম-দুর্নীতির সংবাদ দ্রুত মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। আমরা চাই নিউজচেম্বার সব-সময় জন-মানুষের সমস্যা-সম্ভাবনার কথা তুলে ধরুক এবং দেশ ও জনগণের আস্থা অর্জনে সর্বদা সচেষ্ট থাকুক।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ গোলজার আহমদ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা উত্তর শাখার সাধারণ সম্পাদক মুফতি ইবাদুর রহমান, বেসরকারি টেলিভিশন চ্যানেল আই এর সিলেটের প্রতিনিধি সাদিকুর রহমান সাকী, মোহনা টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান এ.এ শিপার চৌধুরী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার, দৈনিক ডেসটিনি পত্রিকার সিলেট প্রতিনিধি মো: আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া,
এনজিএ সংস্থা সুভাস এর প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ আছলাম হোসেন।

হাফিজ শালিক বিল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পোর্টালের নির্বাহী সম্পাদক এম এ ওয়াহিদ চৌধুরী।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য শহিদুর রহমান জুয়েল, বিএনপি নেতা মাহবুবুর রহমান রুমি, সিলেট জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী, ছাত্র জমিয়ত বাংলাদেশের সমাজসেবা সম্পাদক আব্দুল্লাহ মাহফুজ, অনলাইন প্রেসক্লাব সদস্য তাসলিমা খানম বীথি, মো: আলমগীর আলম, মো: জাকির আহমদ, মোহাম্মদ নুরুল ইসলাম ও মো: আবু সুফিয়ান চৌধুরী প্রমুখ।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031