সর্বশেষ

» মিশিগানে ভিন্ন আমেজে উৎসবমূখর পরিবেশে কুরআন নাইট ও গ্র্যাজুয়েশন সম্বর্ধনা

প্রকাশিত: ১৫. আগস্ট. ২০২২ | সোমবার

সুলায়মান আল মাহমুদ, মিশিগান থেকে: যুক্তরাষ্ট্রের মিশিগানে স্টেট ভিন্ন আমেজে উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হলো কুরআন নাইট ও গ্র্যাজুয়েশন। স্থানীয় সময় রোববার রাতে ডেট্রয়েট আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করে আল কুরআন একাডেমি অব মিশিগান। যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম বিগত ৩ বছরে হিফজ সম্পন্ন করা ১০ জন কুরআনে হাফিজকে সনদপত্র ও পাগড়ী প্রদান করা হয়। তরুণ প্রজন্মকে কুরআন শিক্ষায় উৎসাহিত করতেই এমন আয়োজন করেছেন বলে জানান আয়োজকরা।
আল কুরআন একাডেমি মিশিগানের প্রিন্সিপাল ঈমাম শায়েখ আব্দুল লতিফ আজমের সভাপতিত্বে, প্রতিষ্ঠানের শিক্ষক হাফিজ মিনহাজ আহমেদ ও এডুকেশন ডিরেক্টর আনোয়ার হোসাইনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে সুমধুর কন্ঠে কুরআন তিলাওয়াত করেন আন্তর্জাতিক ক্বারী শায়েখ হাসান সালেহ, ক্বারী শায়েখ আহমেদ মাবরুক ও ক্বারী শায়েখ নাসির হোসাইন। আন্তর্জাতিক ৩ ক্বারীদের সুমধুর তেলাওয়াতে অনুষ্ঠানের উপস্থিত সবাইকে মুগ্ধ হন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল হাফিজ রায়হান উদ্দীন, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জিবরিল আমীন, ইসলামিক সেন্টার অব নর্থ ডেট্রয়েট এর প্রেসিডেন্ট কুরবান সানী চৌধুরী, সেক্রেটারী আতাউর রহমান খান, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক হাফিজ মো: মোমিনুল ইসলাম, নারী শিক্ষিকা তাহমিনা বেগম প্রমুখ।
আল কুরআন একাডেমি থেকে যেসকল ছাত্ররা হিফয সম্পন্ন করেন অতিথিদের কাছ থেকে সনদপত্র ও পাগড়ী নিয়েছেন তারা হলেন মুসআব বিন হাফিজ, তাহমীম আহমেদ মাহিন, জাকওয়ান জানেসন, করিম আহমেদ, ওয়াহিদুর রহমান, তাজওয়ার খান, ইয়াহিয়া লাবিব, মোহাম্মদ কালাম, আবদুল্লাহ হেলাল ও মীকদাদ চৌধুরী।
বক্তারা জানান, উক্ত প্রতিষ্ঠান থেকে হিফজ সম্পন্ন করা ৭জন কুরআনে হাফিজ বিগত রমজান মাসে মিশিগানের বিভিন্ন মসজিদে খতমে তারাবী পড়িয়েছেন। আল কুরআন একাডেমি প্রতিষ্ঠা লগ্ন থেকে কুরআনের সুমহান শিক্ষায় অগ্রনী ভুমিকা পালন করে যাচ্ছে। সহীহ কুরআন শিক্ষা ও হিফজ সম্পন্ন করতে শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করে চলেছে।
অত্র প্রতিষ্ঠানের শিক্ষক হাফিজ মিনহাজ আহমেদ নিউজ চেম্বার টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আল কুরআন একাডেমি অব মিশিগান প্রতিষ্ঠা হয় ২০১৬ সালে। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ১৭ জন শিক্ষার্থী হিফয সম্পন করেন। এর মধ্যে বিগত তিন বছরে ১০ জন শিক্ষার্থী হিফয সম্পন করায় তাদেরকে একসাথে সনদপত্র ও পাগড়ী দেয়া হয়। যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম।
অনুষ্ঠানে শিক্ষার্থীর অভিভাবক ওলীউর রহমান বলেন, যুক্তরাষ্ট্রের মতো দেশে আমার সন্তান কুরআন হিফজ করেছে বলে আমি গর্বিত। এজন্য আলকুরআন একাডেমি মিশিগানের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আমি এই দ্বীনি প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করি। অভিভাবকদেরকে তাদের সন্তানদের কুরআন হিফজ করতে আল কুরআন একাডেমিতে ভর্তির আহ্বান জানাচ্ছি। এর মাধ্যমে ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তির পথ প্রশস্ত হবে।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Please continue to proceed