সর্বশেষ

» কানাইঘাটের ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সাড়ে ৫ লক্ষ টাকা সহায়তা প্রদান

প্রকাশিত: ১৬. মে. ২০২১ | রবিবার


Manual6 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:  পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রতিবছরের ন্যায় কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে কানাইঘাট উপজেলার বিভিন্ন এলাকার অসহায় দরিদ্র পরিবারের মধ্যে সাড়ে ৫’লক্ষ টাকা বিতরন করা হয়েছে। গত ১০ মে যুক্তরাজ্য বসবাসরত কানাইঘাটবাসীর প্রিয় সংগঠন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা একেএম শামছুজ্জামান বাহার এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক বর্তমান সহ-সভাপতি ইকবাল হুসাইন প্রতিনিধি ও বিকাশের মাধ্যমে দরিদ্র অসহায় পরিবারের মধ্যে অর্থ সহায়তা পৌছে দেন। এ কাজে সহযোগিতা করেন সংগঠনের প্লানিং সেক্রেটারী মোঃ মাছুম আহমদ। ঈদ উপলক্ষ্যে অর্থ সহায়তা প্রদানকালে সংগঠনের সভাপতি একেএম শামছুজ্জামান বাহার বলেন গত ৯ বছর থেকে এ সংগঠনটি কানাইঘাটের মাটি ও মানুষের জন্য সাধ্যনুযায়ী দারিদ্র বিমোচন, আর্থসামাজিক উন্নয়ন সহ সকল প্রাকৃতিক দূর্যোগ ও করোনা কালীন সময়ে এবং ঈদকে সামনে রেখে অসহায় মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে।

Manual3 Ad Code

যুক্তরাজ্যে বসবাসরত কানাইঘাটবাসী তাদের কষ্টার্জিত অর্থের একটি অংশ এ সংগঠনের সেবা মূলক কার্যক্রমে দিয়ে থাকেন। ভবিষ্যতে যাতে করে আমরা আরো বড় ধরনের কার্যক্রম গ্রহন করে অসহায়দের পাশে দাড়িয়ে সহযোগিতার হাত প্রসারিত করতে পারি এ জন্য সবাই আমাদের দোয়া করবেন। প্রসঙ্গত যে, কানাইঘাট ওয়েলফেয়ার এসোয়েশন ইউকে’র নেতৃবৃন্দ দীর্ঘদিন ধরে কানাইঘাটের আর্থসামাজিক উন্নয়ন, শিক্ষার প্রচার প্রসার সহ বিভিন্ন সময়ে দরিদ্র জনগোষ্টির মাঝে নানা ভাবে অর্থনৈতিক সহযোগিতা করে আসছেন।

Manual6 Ad Code

           

সর্বশেষ

আর্কাইভ

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Manual1 Ad Code
Manual2 Ad Code