সর্বশেষ

» জামায়াত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চায়: হাবিবুর রহমান

প্রকাশিত: ২২. নভেম্বর. ২০২৫ | শনিবার


Manual7 Ad Code

চেম্বার ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, এই দেশ আমাদের। সব ধর্মের মানুষ এখানে বসবাস করে। হিন্দু, মুসলিম, খ্রিষ্টানে কোনো ভেদাভেদ নেই, ভবিষ্যতেও থাকবে না। আমরা কোনো ভেদাভেদ চাই না। সবধর্মের মানুষ নিয়েই আমাদের বাংলাদেশ। জামায়াত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চায়।
তিনি শুক্রবার রাতে সিলেট নগরীর ২১নং ওয়ার্ডের টিলাগড়স্থ গোপালটিলা এলাকায় দাঁড়িপাল্লা সমর্থনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, ধর্মের নামে কেউ যদি আপনাদের কিছু বলে সেটা আমরা মেনে নেব না। আমি ভাই হিসেবে, সন্তান হিসেবে আপনাদের পাশে আছি। শুধু নির্বাচনের জন্য বলছি না। আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশি। সবাইকে নিয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই।
গোপালটিলার গোপাল জিউ আখড়ার সভাপতি ও সিলেট জেলা সিভিল কোর্টের আইনজীবী কংকন কুমার রায়ের সভাপতিত্বে এবং শাবিপ্রবি কলেজের প্রভাষক পলাশ চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায়
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- গোপালটিলার গোপাল জিউর আখড়ার সাধারণ সম্পাদক হিমাদ্রি কর পুরকায়স্থ, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী, শাহপরান পশ্চিম থানা আমীর মো. শাহেদ আলী, ২১ নং ওয়ার্ড সভাপতি আবু হাসান, গোপালটিলা এলাকার বিশিষ্ট মুরব্বি কানু লাল চক্রবর্তী, অজিত সেন, সুষেন্দ্র কুমার সরকার প্রমুখ।
এসময় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- গোপালটিলা এলাকার বিশিষ্ট মুরব্বি ও ব্যবসায়ী সুমন দত্ত, পবিত্র দেব নাথ, রিপন পাল, রাজু দেব সহ এলাকার তরুণ ব্যবসায়ী, প্রবীণ লোকজন ও ছাত্ররা।
এছাড়া এদিন রাতে তিনি নগরীর দক্ষিণ বালুচর এলাকায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

           

সর্বশেষ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
Manual1 Ad Code
Manual2 Ad Code