সর্বশেষ

আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে : আব্দুল হাকিম চৌধুরী

প্রকাশিত: ২৩. সেপ্টেম্বর. ২০২৫ | মঙ্গলবার

চেম্বার ডেস্ক: সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, সাবেক গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান ও সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, কোন ষড়যন্ত্রই ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচন ঠেকাতে পারবেনা। বিএনপি হচ্ছে সবচেয়ে বেশী মজলুম ও জনপ্রিয় রাজনৈতিক দল। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নির্বাচনে অংশ নিয়ে জনগণের ভোটে ক্ষমতায় যাবে। বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনে তৃনমূল বিএনপিকে কাজ করতে হবে। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

তিনি মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) গোয়াইনঘাট উপজেলার লেংগুড়া ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংঠনের উদ্যোগে স্থানীয় গুরকচি বাজারে ৩১ দফার সমর্থনে লিফলেট বিতরণ ও গণসংযোগকালে উপরোক্ত কথা বলেন। এসময় গোয়াইনঘাট উপজেলা বিএনপি এবং লেংগুড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

লিফলেট বিতরণ ও গণসংযোগকালে উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন উপজেলা মুক্তি যোদ্ধা দলের সভাপতি এম এ হক উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাহবুব আহমেদ, মনিরুল করিম মনির, এম এ মতিন, সহ-সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান আজাদ, লেংগুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কমর উদ্দিন, সাধারণ সম্পাদক জাকারিয়া, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাসিম, রুস্তমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুস আলী ও সাধারণ সম্পাদক মোঃ ইমাম উদ্দিন প্রমুখ।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031