সর্বশেষ

» বিএনপি নেতা মামুনুর রশিদের লন্ডন সফর উপলক্ষে কানাইঘাট জাতীয়তাবাদী ফোরাম ইউকে’র মতবিনিময় সভা

প্রকাশিত: ০৫. আগস্ট. ২০২৫ | মঙ্গলবার


Manual5 Ad Code

চেম্বার ডেস্ক: সিলেট জেলা বিএনপির ১ম সহ সভাপতি ও সিলেট ৫ আসনের জাতীয়তাবাদী দলের মনোনয়ন প্রত্যাশী মামুনুর রশিদ মামুন (চাকসু মামুন) এর লন্ডন সফর উপলক্ষে কানাইঘাট জাতীয়তাবাদী ফোরাম ইউকের উদ্যোগে এক
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code

গতকাল ৪ আগষ্ট ইষ্ট লন্ডনের তারাতারী রেস্টুরেন্টে এ সভা অনুষ্টিত হয়।

কানাইঘাট জাতীয়তাবাদী ফোরাম ইউকের সভাপতি আব্দুর রহমান বুলবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজমুল হুসেইন (নাজমুল) এর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন মিনহাজ রহমান এবং স্বাগত বক্তব্য রাখেন ইউকে জাসাসের সাবেক জয়েন সেক্রেটারি কামরুল ইসলাম চৌধুরী।
মতবিনিময় সভায় অথিতি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল কালাম আজাদ, যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা ড: জাকি মোস্তফা টুটুল,যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি তাজুল ইসলাম, আবেদ রাজা, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আশিকুর রহমান আশিক, যুকরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক মসিহাউজ্জামান সোহেল,খসরুজ্জামান খসরু, গোলদার খান, লন্ডন বিএনপির উপদেষ্টা সৈয়দ জাবেদ ইকবাল,ইস্ট লন্ডন বিএনপির সাবেক সভাপতি ফখরুল ইসলাম বাদল, জাসাস ইউরোপ সমন্বয়ক ইকবাল হোসেন, সিলেট মদন মোহন কলেজের প্রাক্তন প্রভাষক এম তানবীর আহমদ,সিলেট ল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি শিহাব উদ্দীন,যুক্তরাজ্য বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুস শহীদ, যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক বাবর চৌধুরী, লন্ডন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী, মাহবুব আলী খান স্মৃতি সংসদের সভাপতি আহমদ সাদিক, কৃষক দলের আহবায়ক আমিনুর রহমান আকরাম।
সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন রিয়াজ উদ্দিন ,দিলদার হোসেন (শামিম),একলিমুর রাজা চৌধুরী,তাহের উদ্দিন ,এম সাহেদুল করিম চৌধুরী,জাকির হোসেন , ফজলে রাব্বী রিমন প্রমুখ।

Manual6 Ad Code

সভায় সংবর্ধিত অতিথির বক্তব্যে সিলেট জেলা বিএনপির ১ম সহ সভাপতি ও সিলেট ৫ আসনের জাতীয়তাবাদী দলের মনোনয়ন প্রত্যাশী মামুনুর রশিদ মামুন (চাকসু মামুন) বলেন, বিগত সতেরো বছরের ফ্যাসিবাদী আওয়ামী সরকারের কারণে হাজার হাজার নেতাকর্মী খুন,গুম,পঙ্গুত্ব বরণ করেছে। লাখ লাখ নেতাকর্মী জেল জুলুম,অত্যাচার,নির্যাতন সয্য করেছে। হাজার হাজার মানুষ মাতৃভূমি ছেড়ে প্রবাসে পাড়ি দিয়েছে। অনেকেই শেষ সময়ে মা বাবসহ আপনজনদের শেষ চেহারাটুকু দেখতে পারেননি। এসব কিছুর অবসান হয়েছে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে।
এখন সময় এসেছে দেশমাতৃকার তরে দেশ বিদেশের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার।

তিনি বলেন, জুলাই মাসের সফল গণ-অভ্যুত্থানের ফলে মানুষ তাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছে এবং স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে।

Manual6 Ad Code

তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের কারণে আমাদের কানাইঘাট জকিগঞ্জ উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য আগামী সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে মনোনয়ন প্রত্যাশী। এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করছি।

Manual2 Ad Code

           

সর্বশেষ

আর্কাইভ

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Manual1 Ad Code
Manual6 Ad Code