সর্বশেষ

» নতুন বাংলাদেশে কোন মোড়লীপনা কিংবা জমিদারী চলবে না :সিলেট অনলাইন প্রেসক্লাব

প্রকাশিত: ১৫. জুন. ২০২৫ | রবিবার

Manual2 Ad Code

চেম্বার ডেস্ক: নতুন বাংলাদেশে কোন মোড়লীপনা কিংবা জমিদারী চলবে না বলে অভিমত ব্যক্ত করেছে সিলেট অনলাইন প্রেসক্লাব। ফ্যাসিবাদ পতনের পর দেশে জমিদারী, মোড়লীপনা ও কর্তৃত্ববাদের অবসান ঘটেছে।

Manual3 Ad Code

গতকাল বিকেলে সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সভায় বক্তারা এসব কথা বলেন।

সভায় বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে সাংবাদিকতার গতিপ্রকৃতি অনেকটাই বদলে গেছে। তারুণ্য নির্ভর আধুনিক সাংবাদিকতার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। মানুষের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য প্লাটফর্ম হলো অনলাইন গণমাধ্যম। চব্বিশের ছাত্র জনতার অভ্যুথান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে অনলাইন মিডিয়ার ভূমিকা ছিল সবচেয়ে বেশী।

প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, দেশের তথাকথিত ট্রেডিশনাল মিডিয়াগুলো সেসময় ফ্যাসিবাদকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছিল‌।তারা ফ্যাসিস্ট গণবিরোধী সরকারের সুবিধাভোগী দালালে পরিণত হয়েছিল। তাই অপসাংবাদিকতা, মোড়লীপনা ও তৈলবাজী বন্ধে এখনই সোচ্চার হতে হবে।

সিলেট অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ বিভেদ কিংবা বৈষম্য নয়, সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় সকলকে একযোগে কাজ করার আহবান জানান।

Manual2 Ad Code

সভায় বক্তারা আরো বলেন, ঔপনিবেশিক আমলের ধ্যান ধারণা আর সামন্তবাদী চিন্তা দিয়ে নতুন বাংলাদেশে কারো অগ্রযাত্রাকে দমিয়ে রাখা যাবে না। গোলামী যুগ এখন আর নাই। তরুণরা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চায়। সুতরাং সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সকল ধরনের প্রভাব ও রক্তচক্ষুকে উপেক্ষা করে জনগণ ও রাষ্ট্রের কল্যাণে ভূমিকা রাখতে হবে।

তারা আরো বলেন, ফ্যাসিবাদের পতনের পর সাংবাদিকতায় আবারো সিন্ডিকেট গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। পুরনো আমলের বন্দোবস্তকে ফিরিয়ে আনতে আধুনিক সাংবাদিকতাকে বিঘ্নিত করার অপচেষ্টা চালানো হচ্ছে। একটি অশুভ শক্তি ও কুচক্রী মহল সাংবাদিকতায় বিভাজনের নতুন পথ তৈরী করে শিক্ষিত তরুণদের বিভ্রান্ত ও নিরুৎসাহিত করার চেষ্টা করছে।

Manual6 Ad Code

সিলেট অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ  এবিষয়ে সচেতন নাগরিক ও প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানান।

সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি ও দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক গোলজার আহমদ হেলাল এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকাল’র সিলেট প্রতিনিধি এম সাইফুর রহমান তালুকদার এর সঞ্চালনায় প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- ক্লাবের সিনিয়র সহ সভাপতি ও ৭১ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আব্দুল মুহিত দিদার, সহ-সাধারণ সম্পাদক ও ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক মাসুদ আহমদ রনি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সিলেট বাংলা নিউজ সম্পাদক মো. কামাল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক- দৈনিক একাত্তরের কথার স্টাফ রিপোর্টার ও ঢাকা টাইমস এর সিলেট প্রতিনিধি লোকমান আহমদ, কার্যকরী কমিটির সদস্য টাইম বাংলা নিউজের সিলেট প্রতিনিধি শহীদুর রহমান জুয়েল, কার্যকরী কমিটির সদস্য ও দৈনিক কাজিরবাজার পত্রিকার স্টাফ রিপোর্টার মো. আব্দুল হাছিব প্রমুখ।

সভায় প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে নানা কর্মসূচী ও বিভিন্ন উপকমিটি গঠন, শহীদ সাংবাদিক এটিএম তুরাব পদক চালু ও জুলাই বিপ্লবে আহত সা়ংবাদিকদের সম্মাননা প্রদান, সাংবাদিক কল্যাণ তহবিলের পরিচালনা কমিটি গঠন, প্রবাসী সদস্যদের বিধিমালা নিরুপণ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভাসহ ব্যাপক কর্মসূচী ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Manual1 Ad Code

           

সর্বশেষ

আর্কাইভ

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Manual1 Ad Code
Manual8 Ad Code