সর্বশেষ

» দেশের টেকসই উন্নয়নের একজন সুদক্ষ পরিকল্পনাবিদ ছিলেন সাইফুর রহমান: মেয়র অারিফ

প্রকাশিত: ০৫. সেপ্টেম্বর. ২০২০ | শনিবার

চেম্বার ডেস্ক:: সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম. সাইফুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের বাহারমর্দনে এম. সাইফুর রহমানের কবর জিয়ারত করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ‘মরহুম এম. সাইফুর রহমান স্মৃতি সংসদ সিলেট’ এর আহ্বায়ক আরিফুল হক চৌধুরী। এ সময় বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

জিয়ারতের পর সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী মরহুম এম. সাইফুর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় সিলেট জেলা বিএনপি, সিলেট মহানগর বিএনপি, সিলেট জেলা আইনজীবী সমিতি, সিলেট জেলা ছাত্রদল, যুবদল, কৃষক দল ও শ্রমিক দলের সিলেট জেলা ও মহানগর শাখা ও ছাত্রদলের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

 

শ্রদ্ধা নিবেদন শেষে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, এম সাইফুর রহমান ছিলেন বাংলাদেশের অর্থনীতির উন্নয়নের বুনিয়াদ রচনাকারী। তিনি ছিলেন দেশের টেকসই উন্নয়নের একজন সুদক্ষ পরিকল্পনাবিদ। মধ্য আয়ের দেশের তালিকায় বাংলাদেশ উন্নীত হয়েছে, যাতে এম. সাইফুর রহমানের বিশাল অবদান রয়েছে।

 

মেয়র আরিফ বলেন, উন্নয়নে আপসহীন এম. সাইফুর রহমানের উন্নয়নের ছোয়া দেশ তথা সিলেট বিভাগের সবখানেই দৃশ্যমান। ইদানিং সিলেটের নানা উন্নয়ন প্রকল্পের নামফলক থেকে দেশদরদী বিশ্ববরেন্য অর্থনীতিবিদ সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম. সাইফুর রহমানের নাম মুছে ফেলা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।

 

বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, এম. সাইফুর রহমানের নাম নামফলক থেকে মুছে ফেলা যাবে, কিন্তু সিলেট তথা দেশবাসীর হৃদয় থেকে তাঁর নাম মোছা যাবে না। দেশের মানুষের অন্তরে এম. সাইফুর রহমানের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

 

পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে মরহুম এম. সাইফুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এম. সাইফুর রহমানের বাড়িতে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য দেন মেয়র আরিফুল হক চৌধুরী। সভায় দোয়া পরিচালনা করেন মাওলানা মোস্তাক আহমদ খান।

 

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মান্নান, মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক মঈন উদ্দিন সোহেল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী, নাজিম উদ্দিন লস্কর, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, মাহবুবুল হক চৌধুরী, জেলা বিএনপি নেতা কামরুল হাসান শাহিন, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ফজলুল হক সেলিম, সদর থানা বিএনপির আহ্বায়ক আবুল কালাম মেম্বার, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, জেলা যুবদলের সাবেক নেতা আব্দুস শুকুর, মহানগর বিএনপির সদস্য আব্দুস সামাদ তুহেল, শ্রমিক দল জেলা শাখার সভাপতি সুরমান আলী, শ্রমিক দল মহানগর শাখার সভাপতি ইউনুস আলী, শ্রমিক দল জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহমান, শ্রমিক দল মহানগর শাখার সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, কৃষক দল জেলা শাখার আহ্বায়ক শহীদ আহমদ চেয়ারম্যান, সদস্য সচিব তাজুল ইসলাম তাজুল, মহানগর বিএনপি নেতা আব্দুস সাত্তার মামুন, যুবদল নেতা মুমতাজুর রহমান মুন্না, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট নজরুল ইসলাম, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মাশরুর রাসেল, সোহেল রানা, হকার্স দলের সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক খোকন মিয়া, সহ-সভাপতি নুরুল ইসলামসহ মরহুম এম. সাইফুর রহমান স্মৃতি সংসদ সিলেটের নেতৃবৃন্দ।

 

এদিকে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম. সাইফুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় মেয়র আরিফুল হক চৌধুরীর বাসভবনের সামনের উম্মুক্ত স্থানে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

July 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031