সর্বশেষ

» কানাইঘাটে আওয়ামীলীগ নেতা কর্তৃক বিএনপি নেতার জমি দখল ও রাস্তা কাটার অভিযোগ

প্রকাশিত: ১৮. জানুয়ারি. ২০১৭ | বুধবার

কানাইঘাট প্রতিনিধি:
কানাইঘাটে আওয়ামীলীগ নেতা কর্তৃক এক বিএনপি নেতার জমি দখল ও রাস্তা কাটার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৮ নং ঝিংগাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি ফজলুল বাসিত ( বিলাল) সরকার দলের লোক হওয়ায় এলাকায় সব সময় প্রভাব প্রতিপত্তি দেখিয়ে থাকেন। অন্যের জমি দখল, রাস্তা কাটাসহ বিস্তর অভিযোগ রয়েছে এ স্থানীয় নেতার বিরুদ্ধে।
ফজলুল বাসিত ( বিলাল) এর বাড়ী ঝিংগাবাড়ী ইউনিয়নের চরিগ্রামে। একি গ্রামের বাসিন্দা আখলাক আহমদ চৌধুরী বিএনপি রাজনীতির সাথে জড়িত। ঝিংগাবাড়ী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।দু’জন একি গ্রামের প্রধান দুটি দলের নেতা হওয়ার কারণে এ দুজনের মধ্যে রয়েছে রাজনৈতিক বিরোধ,মতপার্থক্য।
ফজলুল বাসিত (বিলাল ) সরকার দলের লোক হওয়ায় সব সময়ই বিভিন্ন অপকর্মের সাথে রয়েছে তার সংশ্লিষ্টতা। এমন অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
গত ১৮ জানুয়ারি বিলালের বাড়ীর পাশে আখলাক চৌধুরীর কিছু জমি বিলালগংরা দখল করার চেষ্টা করেন। এ সময় অস্ত্র সস্ত্রে সজ্জিত অনেক লোককে দেখা যায় দখলে অংশ নিতে। তখন আখলাক চৌধুরীগং বাঁধা প্রদান করলে বিলাল তাদের প্রাণনাশের হুমকি দেন। পরে বিলাল আখলাক চৌধুরীর বাড়ীর রাস্তা জোরপূর্বক কেটে দেন। এ ঘটনায় আখলাক মামলা দিতে চাইলে থানা মামলা নিতে অপারগতা প্রকাশ করে বলে এ প্রতিবেদককে জানিয়েছেন আখলাক চৌধুরী।
এদিকে জমি দখল ও রাস্তা বিলীনকারী ফজলুল বাসিত ( বিলাল) সহ সকল অপরাধীদের গ্রেফতারের দাবীতে গতকাল মানবববন্ধন করেছে এলাকাবাসী।

আখলাক চৌধুরী বলেন, আওয়ামীলীগ নেতা বিলাল ক্ষমতার প্রভাব খাটিয়ে গায়ের জোরে যা ইচ্ছে তাই করছেন। আমরা প্রশাসনের মাধ্যমে এর সুষ্ট তদন্ত পূর্বক যথাযথ বিচার চাই।
এ বিষয়ে জানতে ঝিংগাবাড়ী ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিনের সাথে যোগাযোগ করলে তাকে ফোনে পাওয়া যায়নি।
তবে এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দেন ফজলুল বাসিত ( বিলাল)।

[hupso]

সর্বশেষ

আর্কাইভ

January 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031