সর্বশেষ

» সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি অনুমোদন

প্রকাশিত: ১৭. আগস্ট. ২০২১ | মঙ্গলবার

  • সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। জেলা ও মহানগরের প্রত্যেক কমিটিতে ৬১ জন করে মোট ১২২ জন নেতা স্থান পেয়েছেন।

আজ মঙ্গলবার রাতে কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সভাপতি মুস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল এ দুই কমিটির অনুমোদন দেন।

জেলার শাখায় আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক ছাত্র নেতা দেওয়ান জাকির হোসেন খান এবং মহানগরের আহবায়ক হিসেবে আব্দুল ওয়াহিদ সুহেল ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আজিজুল হোসেন আজিজ।

জেলা কমিটিতে আহবায়ক ও সদস্য সচিব বাদে আরো ১৫ জন পেয়েছেন যুগ্ন আহবায়কের পদ। তারা হচ্ছেন- মিফতাহুল কবীর, তানভীর আহমদ তাহসিন, দেলোয়ার হোসেন চৌধুরী, আবু আহমেদ আনাসারী, লোকমান উজ্জামান, মমিনুল হক রাহি, ইমাম উদ্দিন, এমদাদ বখত, আব্দুল্লাহ আল মামুন পারভেজ, আব্দুর রউফ, রুনু আহমেদ, জাহাঙ্গীর মিয়া, সৈয়দ সরোয়ার রেজা, রজব আহমদ, ও আনোয়ার হোসেন খান।

এছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- আজিজুর রহমান আজিজ, ফারুক আহমদ, আখতার আহমদ, সিরাজুল ইসলাম সিরাজ, শহিদুল ইসলাম কাদির, মাসুম আহ্মদ কবির, জুনেল আহমদ, ভিপি দেব শুভ, আব্দুল মুমিন, মো. আলী সুহাইল ও এডভোকেট রাসেল খান, মালেক আহমদ, মাসুম ইবনে রাজ্জাক রাসেল, মওদুদুল হক, শাহিদুল ইসলাম চৌধুরী লাহিন , জাকারিয়া হোসেন কয়েছ, আব্দুস সামাদ ফাহিম, নাজিম উদ্দিন, সৈয়দ রহিমা আলী রাসু, বুরহান উদ্দিন রাহেল, আলতাফ হোসেন টিটু, শেখ আব্দুল মনাফ, প্রভাষক মাকসুদ আলম, জাহেদ আহমদ, সৈয়দ আমীর আলী, খন্দকার মুনিরুজ্জামান মুনির, হাবিবুর রহমান হাবিব, কৃষ্ণ ঘোষ, শাফায়েত হোসেন সাজ্জাদ, আমজাদ হোসেন, আশিকুর রহমান আশিক, আমিনুল হক বেলাল, শেখ মো. টিপু, জাহাঙ্গীর আলম বাবুল, সাইদুল ইসলাম, নির্জন রায়, আব্দুল মুহিত জাবেদ, এনামুল হক, আদিল আহমদ রিমন, মো. সাহেদুল হক সুহেদ, কাওছার খান, আব্দুল জলিল, আসাদুর রহমান রুহেল ও আলতাফ হোসেন বেলাল।

মহানগর কমিটিতে যুগ্ম আহবায়কের পদ পেয়েছেন ১৫ জন। তারা হচ্ছেন- শাকিল মোরশেদ, জাকির হোসেন, মাসুম ইবনে রাজ্জাক রুমেল, আব্দুস সামাদ তোহেল, সৈয়দ খিজির হোসেন এনু, তুহিন নাগ, মো. নজরুল ইসলাম, মানিকুর রহমান মানিক, আফসর খান, আব্দুর রউফ, কামরান হোসেন হেলাল, নাজিম উদ্দিন পান্না, মো. কামরুল হাসান, আবুল কালাম শাহেদ, আজিজ খান সজিব ও আবু সালেহ মো. তাহের।

সদস্য হিসেবে রয়েছেন- প্রাণেশ দেব, রুজেল আহমদ চৌধুরী, সল্টি দাস, সৈয়দ শামীম আহমদ মামুন, রফিকুল ইসলাম, জুবায়ের আহমদ বাবালা, আব্দুল মতিন, মুমিনুল ইসলাম তানিম, দেওয়ান রাজা মজিদ ও সোহেল আহমেদ, আব্দুল হামিদ মজনু, আলী আনসার, আহসান মাহবুব, আবির হাসান মোহিন, কামাল উদ্দিন কামাল, সৈয়দ শহিদ হোসেন সাবু, আলী আকবর খান, বদরুল ইসলাম, দুলাল আহমদ, আব্দুর রাকিব তুহিন, জামাল আহমেদ, আব্দুস সালাম লইলু, ইমাদ উদ্দিন আহমদ চৌধুরী, ফয়েজ আহমদ খান বেলাল, চমক পাপলু, ফাহি্ম আহমেদ চৌধুরী , রাসেল আহমদ খান, জুবের আমিরি, জাবেদ আহমদ জীবন, রায়হান উদ্দিন রাজু, রায়হান আহমদ, সজিবুর রহমান রুবেল বক্স, সুলেমান খান, টিটন মল্লিক, আব্দুল মুনিম, সাদ্দাম হোসেন, লিয়াকত আলী ইমন, কাওছার হোসেন রফিক, ঝলক আচার্য, তানভীর আহমদ সজীব, আব্দুল হান্নান ও মেহেদী হাসান সপু।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

August 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031