আবারও জ্বরে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

প্রকাশিত: ১৩. জুন. ২০২১ | রবিবার

Manual1 Ad Code

চেম্বার ডেস্ক:: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবারও জ্বরে আক্রান্ত হয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। হঠাৎ তাপমাত্রা বেড়ে যাওয়ায় বিকেলে মেডিকেল বোর্ড পর্যালোচনা বৈঠক করেছে। এরআগে রোববার (১৩ জুন) সকালে তার আবারও জ্বর আসে।

 

Manual6 Ad Code

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক এ তথ্য নিশ্চিত করে জানান, খালেদা জিয়ার প্যারামিটারগুলো ওঠানামা করছে। চিকিৎসকরা সে অনুযায়ী পরিবর্তিত চিকিৎসা দিচ্ছেন।

Manual3 Ad Code

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল পোস্ট কোভিড জটিলতায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

Manual8 Ad Code

           

Manual1 Ad Code
Manual4 Ad Code