সর্বশেষ

কানাইঘাট সৌদি প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দকে সংবর্ধনা

প্রকাশিত: ১৬. অক্টোবর. ২০২০ | শুক্রবার

চেম্বার ডেস্ক:: কানাইঘাট সৌদি প্রবাসি সমাজ কল্যাণ পরিষদ এর ৮ নং ঝিংগাবাড়ি ইউনিয়ন কর্তৃক আয়োজিত নব নির্বাচিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে এক সংবর্ধনা অাজ শুক্রবার  (১৬ অক্টোবর) অনুষ্টিত হয়। পরিষদ এর ৮ নং ঝিংগাবাড়ি ইউনিয়ন কমিটির সভাপতি মাহবুব উল আলম এর সভাপতিত্বে ও সেক্রেটারী ফখরুল আমিন এর পরিচালনায় শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেনমাওলানা সেলিম উদ্দিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বদরুল ইসলাম। সংবর্ধিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সভাপতি নুর আহমদ, সিনিয়র সহ সভাপতি আব্দুস শহিদ চৌধুরী শাহীন, সেক্রেটারী মুহিবুর রাহমান, সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম, কোষাধ্যক্ষ হাফিজ বিলাল আহমদ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিষদ এর প্রধান নির্বাচন কমিশনার  ও ইন্টারন্যাশনাল বিডিনিউজ ডটকম এর সম্পাদক আব্দুল হালিম। তিনি তাঁর বক্তব্য বলেন, কানাইঘাট সৌদি প্রবাসি সমাজ কল্যাণ পরিষদ কানাইঘাটবাসীদের এক সেতুবন্ধন। একটি উপজেলার মানুষকে একই ছাতার নীচে নিয়ে অাসার এক মেলবন্ধন।  এ সংগঠনটি প্রবাসীদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট কাজসহ উপজেলার বিভিন্ন অসহায় নির্যাতিত মানুষের পাশে দাঁড়াচ্ছে। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এ কাজটিই করছে সকলের প্রিয় সংগঠন কানাইঘাট সৌদি প্রবাসি সমাজ কল্যাণ পরিষদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিষদ এর সহকারী নির্বাচন কমিশনার জাকারিয়া আহমদ চৌধুরী। বক্তব্য রাখে সালেহ আহমেদ। অনুষ্ঠানে অারও  উপস্থিত ছিলে হাজি আব্দুর রশিদ,আব্দুল মজিদ মঈনুল হক, আব্দুল করিম, হারুন রশিদ চৌধুরী, তারেক কবির রুবেল, কাওসার আহমেদ ও আব্দুস শুক্কুর।

           

সর্বশেষ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930