সর্বশেষ

বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সভাপতি সহ ৪ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ২৩. ডিসেম্বর. ২০২৪ | সোমবার

আদালত প্রতিবেদক: বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সভাপতি,মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান সহ ৪ জনের বিরুদ্ধে সিলেট জেলা আদালতে দুইটি মামলা দায়ের করা হয়েছে। ধর্ম অবমাননা এবং মানহানীর অভিযোগে এ দু’টি মামলা হয়েছে বলে আদালত সূত্র নিশ্চিত করেছে। নিজ পরিবারের সম্মানহানি করা হয়েছে উল্লেখ করে মানহানির মামলাটি করেছেন বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুল ইসলাম। এবং ধর্ম অবমাননার অভিযোগে অপর মামলাটির বাদী উপজেলা শিবিরের সভাপতি আহবাব হোসেন মুরাদ।

আদালত সূত্রে জানা যায়,গত ২৬শে মার্চ স্বাধীনতা দিবসে বিয়ানীবাজার সরকারী কলেজের একটি সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ‘মৌলবাদ’ নামে স্বারক প্রকাশ করা হয়েছিল। বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ডের কলেজ শাখার পরিচালক তারেক হোসাইনের সম্পাদনায় প্রকাশিত ম্যাগাজিনে বিভিন্ন ইতিহাসবিদ,রাজনীতিক এবং সাংস্কৃতিক ব্যক্তিদের লেখা স্থান পায়। এসব লেখনীতে সুপরিকল্পিতভাবে ইসলাম ধর্মকে অবমাননা করার অভিযোগ তুলেছে জামায়াত-শিবির।

এই অভিযোগে আজ উপজেলা শিবিরের সভাপতি আহবাব হোসেন মুরাদ স্বারকটির সম্পাদক তারেক হোসাইন সহ ৪ জনকে আসামী করে আদালতে মামলার আবেদন করেছেন।

একই স্বারকে বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান খানের ইতিহাস সম্পর্কিত একটি লেখা ব্যাপক বিতর্কের জন্ম দেয়। এ লেখনীতে তিনি উপজেলা জায়ামাতের আমীর মাওলানা ফয়জুল ইসলামের বাবাবে রাজাকার হিসেবে অভিহিত করেছেন। এই নিবন্ধে নিজ পরিবারের সম্মান ক্ষুন্ন হয়েছে বলে অভিযোগ করেছেন মাওলানা ফয়জুল ইসলাম। এ লেখনীর কারণে তিনি আজ ফৌজদারি আদালতে মানহানি মামলার আবেদন করেছেন।

দু’টি মামলায় বাদী পক্ষের আইনজীবি হিসেবে আদালতে লড়ছেন এডভোকেট আজিম উদ্দিন। মামলার আবেদনের পর তিনি সাংবাদিকদের জানিয়েছেন,মামলা দু’টিতে মোট ৪ জনকে আসামী করা হয়েছে। তারা হলেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান খান,’মৌলবাদ’ নামক স্বারকের সম্পাদক তারেক হোসাইন,নির্বাহী সম্পাদক রতন সরকার ও বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ডের সভাপতি আব্দুল ওয়াদূদ।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031