সর্বশেষ

» জুলাই গণঅভ্যুত্থানে যুবকদের আত্মত্যাগ ছিল একটি দৃশ্যমান পরিবর্তনের জন্য : ফখরুল ইসলাম

প্রকাশিত: ১২. আগস্ট. ২০২৫ | মঙ্গলবার

চেম্বার ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী আমীর ও জালালাবাদ যুব ফোরাম সিলেট মহানগরীর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, বেকারত্ব মুক্ত ও বৈষম্যহীন রাষ্ট্র-সমাজ গঠন এবং দৃশ্যমান পরিবর্তনের জন্য জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে যুবকরা জীবন ও রক্ত দিয়েছে। জামায়াত যুব সমাজের সেই প্রত্যাশা পূরণে অঙ্গিকারাবদ্ধ। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই নির্বাচনে যুবসমাজকে তাদের সঠিক সিদ্ধান্তের জন্য সজাগ ও সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, জাতীয় জীবনে যুবকদের অবদান অনস্বীকার্য। জুলাই গণঅভ্যুত্থানের পর যুব সমাজের প্রতি দেশবাসীর প্রত্যাশা আরও বেড়ে গিয়েছে। ইতিহাস সাক্ষ্য দেয়- বিশ্বের বড় বড় পরিবর্তন এসেছে যুবকদের হাত ধরেই। আগামীর বাংলাদেশ গঠনে যুবকরাই অগ্রণী ভূমিকা রাখবে। তাই সুস্থ জাতি গঠনে যুবশক্তির বিকাশের জন্য সুন্দর ও অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে। যুবকদের ঐক্যবদ্ধ করে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে শামিল করতে হবে।

তিনি মঙ্গলবার (১২ আগস্ট) আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সিলেট মহানগর জামায়াতের যুব বিভাগ জালালাবাদ যুব ফোরাম আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ফোরামের উপদেষ্টা জাহেদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারী পারভেজ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- জালালাবাদ যুব ফোরাম সিলেট মহানগরের শাহপরান পূর্ব থানা আহ্বায়ক নিজাম উদ্দিন, শাহপরান পশ্চিম থানা আহ্বায়ক অলিউর রহমান সাদ্দাম, জালালাবাদ থানা আহ্বায়ক জুনাইদ আল হাবী ও কোতোয়ালী পশ্চিম থানা আহ্বায়ক মাজহারুল ইসলাম প্রমূখ।

সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন যুব নেতা হারুন অর রশিদ।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

August 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031