লেখক মুনতাছির মুবিন ছামির বাড়িতে ধর্মীয় উগ্রপন্থীদের হামলা

প্রকাশিত: ০৮. জুন. ২০২২ | বুধবার

চেম্বার প্রতিবেদক: মুক্তমনা লেখক মুনতাছির মুবিন ছামির বাড়িতে গতকাল সন্ধ্যায় একদল ধর্মীয় উগ্রপন্থী হামলা চালিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ তুলে উগ্রপন্থীরা তার বাড়ি লক্ষ্য করে ভাঙচুর চালায় এবং পরিবারের সদস্যদের হুমকি দেয়।
ঘটনার সময় মুনতাছির মুবিন ছামি বাড়িতে উপস্থিত না থাকলেও হামলাকারীরা তাকে খুঁজে পেতে মরিয়া হয়ে ওঠে। পরিবারের সদস্যরা জানান, হামলাকারীরা প্রথমে বাড়িতে প্রবেশের চেষ্টা করে এবং তাকে না পেয়ে বাড়ির সামনের গেট, জানালা এবং দরজা ভাঙচুর করে। হামলাকারীরা পরিবারকে হুমকি দিয়ে বলে, “তোমাদের ছেলেকে পেলেই শেষ করে দেব।”
মুনতাছিরের মা বলেন, “তারা আমাদের খুব খারাপ ভাষায় গালিগালাজ করেছে। বাড়ির সামনের অংশ পুরোপুরি নষ্ট করে দিয়েছে। আমরা ভয়ে কাঁপছিলাম এবং দরজা বন্ধ করে রেখেছিলাম।”
মুনতাছির মুবিন ছামি একজন লেখক । তিনি বিভিন্ন সময়ে ধর্মীয় রীতিনীতির সমালোচনা করে দৈনিক সিলেটের ডাক পত্রিকায় কলাম লিখেন। তার লেখালেখি নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ার পর থেকেই তিনি উগ্র গোষ্ঠীর নজরে আসেন।
স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এ ব্যাপারে জানতে তাঁকে কল দিলে তিনি বলেন, “আমি মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি। আমি মনে করি, প্রত্যেকের অধিকার রয়েছে নিজের মত প্রকাশ করার এবং যুক্তি দিয়ে ধর্মীয় ও সামাজিক রীতিনীতির সমালোচনা করার। কিন্তু এই ধরনের আক্রমণ প্রমাণ করে যে আমাদের সমাজে এখনও মুক্তচিন্তার জন্য নিরাপত্তার অভাব রয়েছে। আমার পরিবার থেকে পুলিশের কাছে সাধারণ ডায়েরি দায়ের করে নিরাপত্তা চাওয়া হয়েছে।”
এ ধরনের হামলার ঘটনায় এলাকাবাসী তীব্র নিন্দা জানিয়েছেন এবং দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং শাস্তির দাবি জানিয়েছেন। মুনতাছির এবং তার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের কাছ থেকে তাদের সুরক্ষার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

image_print
           

আর্কাইভ

October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031