সর্বশেষ

দেশে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচন দিন :সিলেটে উবায়দুল্লাহ ফারুক

প্রকাশিত: ০৩. জুন. ২০২৫ | মঙ্গলবার

চেম্বার ডেস্ক: উপমহাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নবনির্বাচিত সভাপতি বৃহত্তর সিলেটের কৃতিসন্তান প্রখ্যাত আলেমেদ্বীন শায়খুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক মঙ্গলবার (৩ জুন) সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এসময় বিমানবন্দরে জমিয়তে উলামায়ে ইসলাম মহানগর, জেলা উত্তর দক্ষিণের নেতৃবৃন্দ তাকে রিসিভ করে মটর শোভাযাত্রা সহকারে সিলেটের কোট পয়েন্টে আসেন। এখানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন,জমিয়ত ১০৬ বছর যাবত এই উপমহাদেশের রাজনৈতিক অঙ্গনে তার সাংগঠনিক কর্মকর্তা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের আজকের এই সংকট উত্তোলনের একমাত্র উপায় হক্কানী ওলামায়ে কেরামের নেতৃত্ব দ্বীনদার মানুষের নেতৃত্ব। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, সংস্কারের নামে নির্বাচন পিছানোর দুর্বিসন্ধি জাতির জন্য মঙ্গল নয় বরং দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। নির্বাচিত প্রতিনিধিরা দেশ পরিচালনা করবেন আজকের দেশে অরাজকতা সর্বক্ষেত্রে সংকট এর মূল কারণ নির্বাচিত সরকার অনুপস্থিত তাই দয়া করে সংস্কারের নামে নির্বাচন না করার ষড়যন্ত্র থেকে সরে আসুন। দেশে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচন দিন। তিনি বলেন, জমিয়ত উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে একমাত্র জমিয়তের পূর্বপুরুষরায় আজাদী সংগ্রামে লড়াই করেছেন এই গৌরবোজ্জ্বল ইতিহাস আর কারো নেই তাই বাংলাদেশেও শান্তি স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে হলে দ্বীনদার ব্যক্তির নেতৃত্বের বিকল্প নেই। জমিয়তের পতাকা তোলে সমবেত হয়ে দেশ গঠনে অংশগ্রহণ করার আহবান জানান।

মঙ্গলবার (৩ জুন) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখা আয়োজিত মটর শোভাযাত্রা পরবর্তী কোর্ট পয়েন্টে সংবর্ধনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট মহানগর সভাপতি মাওলানা মোখলেসুর রহমান রাজাগঞ্জীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী, কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা খলিলুর রহমান, মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সভাপতি মাওলানা খয়রুল হোসেন, কেন্দ্রীয় জমিয়তের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ আলী, মহানগর সিনিয়র সহ-সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, প্রিন্সিপাল মাহমুদুল হাসান মাওলানা সিরাজুল ইসলাম, দক্ষিণ জেলা সহ-সভাপতি জমিয়েতের কেন্দ্রীয় নেতা মাওলানা নজরুল ইসলাম, দক্ষিণ সাংগঠনিক সম্পাদক মাওলানা আমিনুদ্দিন, উত্তর জেলার সিনিয়র সহ-সভাপতি নুর আহমদ কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা এবাদুর রহমান কাসেমী, জালালাবাদ ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা হোসাইন আহমেদ, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা মুসাদ্দিক আহমদ, মাওলানা মুক্তার আহমদ, মাওলানা সদরুল আমিন, মাওলানা আখতারুজ্জামান, মাওলানা হাসান আহমদ, মাওলানা ফয়সাল আহমদ, মাওলানা কবির আহমদ, এম বেলাল আহমদ চৌধুরী, মাওলানা মহিবুল্লাহ, মাওলানা লুৎফুর রহমান, যুব জমিয়ত মহানগরীর সভাপতি মাওলানা আসাদ উদ্দীন, সহসভাপতি আবু সুফিয়ান, মুজাহিদুল ইসলাম, হাফিজ শাহিদ হাতিমী, সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার, সিরাজুল ইসলাম, মাওলানা খলিলুল্লাহ মাহবুব, দক্ষিণ জেলা ছাত্র জমিয়ত সভাপতি কাউসার আহমদ, ছাত্র জমিয়ত মহানগর সভাপতি হাফিজ জামিল আহমদ, সাধারণ সম্পাদক আবু হানিফা সাদ, উত্তর জেলা ছাত্র জমিয়তের সভাপতি জাকির হোসাইন, আবু তালহা তোফায়েল।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031