সর্বশেষ

সিলেটে প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নের লক্ষে চাকরি মেলা অনুষ্ঠিত

প্রকাশিত: ২১. অক্টোবর. ২০২৫ | মঙ্গলবার

চেম্বার ডেস্ক: সিলেট বিভাগের দক্ষতাসম্পন্ন প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরির ব্যবস্থা করে দেওয়ার লক্ষ্যে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিজ্যাবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন), আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং প্রমোটিং জেন্ডার রেসপনসিভ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট অ্যান্ড টিভেট সিস্টেমস (প্রগ্রেস) প্রকল্পের সহযোগিতায় এই মেলার আয়োজন করা হয়।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে নগরীর দরগা গেইটস্থ একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মো. মাসুদ রানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুর রফিক, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবনা ইয়াসমিন শম্পা, ফুলকলির ডিজিএম মোহাম্মদ জসিম উদ্দীন।
বক্তব্য রাখেন এক্সেস বাংলাদেশ ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর এলবার্ট মোল্লা, বিবিডিএন এর সিনিয়র প্রজেক্ট অফিসার রুবাইয়া আক্তার, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার তারেক মাহমুদ, অপারেশনস ডিরেক্টর আজিজা আহমেদ, আইএলও এর সিনিয়র প্রোগ্রাম অফিসার (জেন্ডার এন্ড স্কিল পলিসি) মাসরেকা খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজ ভিত্তিক প্রবিবন্ধী ও শিশু সুরক্ষা সংস্থার সভাপতি কাজী মহসীন কবির দিদার।
অনুষ্ঠানে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, আইএলও এবং বিবিডিএন-এর প্রতিনিধিরা বক্তব্য রাখেন। এছাড়াও সিলেটের বিভিন্ন প্রতিবন্ধী প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক, সভাপতিগণ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চাকরি মেলায় ২শত জনের অধিক প্রতিবন্ধী চাকরিপ্রার্থী অংশগ্রহণ করেন। তারা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা প্রদর্শন করেন। সিলেটের ১৪টি প্রতিষ্ঠান প্রার্থীদের সাথে সরাসরি সাক্ষাৎকার নেয় এবং তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি নিয়োগের সুযোগ প্রদান করে।
সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে ৯ জন প্রার্থী নিয়োগপত্র গ্রহণ করেন। এ সময় নিয়োগকর্তা, নবনিযুক্ত কর্মী এবং অতিতিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে অংশগ্রহণ সনদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আয়োজকরা বলেন, এই চাকরি মেলা বিবিডিএন-এর একটি অন্তর্ভুক্তিমূলক শ্রমবাজার গঠনের প্রতিশ্রুতির অংশ এবং জাতীয় কর্মসংস্থান নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যার মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিরা মর্যাদা ও আত্মবিশ্বাসের সঙ্গে দেশের উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবেন।
প্রধান অতিথির বক্তব্যে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মো. মাসুদ রানা বলেন, প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে চাকরির ব্যবস্থা করে দেওয়া মহতি ও প্রশংসনীয় উদ্যোগ। যারা প্রতিবন্ধী মানুষ তারাও এ দেশের নাগরিক। তাদেরকে সহযোগিতার মাধ্যমে প্রতিষ্ঠিত করতে হবে। সরকার প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। সরকারের পাশাপাশি ব্যক্তি, প্রতিষ্ঠান এগিয়ে আসলে তারা আরো উপকৃত হবেন। প্রতিবন্ধীদের সমাজের বোঝা না ভেবে তাদেরকে সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে হবে। তিনি চাকরির ব্যবস্থা করে দেওয়ায় ১৪টি প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানিয়ে অন্যান্য প্রতিষ্ঠান ও বিত্তবান সহ সবাইকে প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো আহবান জানান। বিজ্ঞপ্তি

           

সর্বশেষ

আর্কাইভ

October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031