সর্বশেষ

কানাইঘাটে গ্রাম পুলিশ বাহিনীর মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

প্রকাশিত: ১৩. অক্টোবর. ২০২৫ | সোমবার

কানাইঘাট প্রতিনিধিঃ সিলেটের কানাইঘাটে মাসব্যাপী ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর আয়োজনে ও উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার।
সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে ও উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মাহমুদুল হাসানের সঞ্চালনায় বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, এনআইএলজি ঢাকার সহকারী পরিচালক মো: ইমরানুর রহমান। বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ সুবল চন্দ্র বর্মণ, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মুফিদুল হক, সাতবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তায়্যিব শামীম, দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শারীরিক শিক্ষক আতিকুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধ ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আত্মত্যাগকারী সকল বীর শহীদদের সম্মানে দাঁড়িয়ে একমিনিট নীরবতা পালন করা হয়। প্রশিক্ষণ কোর্সে নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার বলেন, ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা আইন-শৃঙ্খলার উন্নয়নের পাশাপাশি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। সরকার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের প্রশিক্ষণের মাধ্যমে তাদের উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে পারেন এজন্য প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ বাহিনী গড়ে তুলার জন্য এ উদ্যোগ হাতে নিয়েছেন। তিনি ভালোভাবে প্রশিক্ষণ গ্রহণ করার জন্য গ্রামপুলিশ বাহিনীর সদস্যদের প্রতি আহŸান জানান।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031