সর্বশেষ

কানাইঘাটে রূপালী ব্যাংকের প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ

প্রকাশিত: ২২. অক্টোবর. ২০২৫ | বুধবার

কানাইঘাট প্রতিনিধিঃ রূপালী ব্যাংক পিএলসি কানাইঘাট শাখার উদ্যোগে প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় পৌর শহরের আল-রিয়াদ কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে তারুণ্যের উৎসব ২০২৫ উদ্যাপন উপলক্ষে এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার আলোকে রূপালী ব্যাংক, কানাইঘাট শাখার উদ্যোগে কানাইঘাটের প্রান্তিক কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ করা হয়।
ব্যাংকের কানাইঘাট শাখার ব্যবস্থাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে ও ব্যাংকের অফিসার মোয়াজ্জেম হোসেনের পরিচালনায় ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপালী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক ও সিলেট বিভাগীয় প্রধান কমল ভট্টাচার্য্য।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, কানাইঘাট সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলওয়ার হোসাইন, রূপালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও সিলেট জোনাল অফিসের জোনাল ম্যানেজার জয়া চৌধুরী, সিলেট জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মাসুক-ই-এলাহি, কানাইঘাট উপজেলা কৃষি কর্মকর্তা কর্মকর্তা জিশ^জিত রায়, রূপালী ব্যাংকের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারি মহাব্যবস্থাপক সূর্য কান্ত দাস, সহকারী মহাব্যবস্থাপক নুরুল ইসলাম খাঁন, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন, ব্যাংকের গ্রাহক মাস্টার এখলাছুর রহমান, মাস্টার শাহিন আহমদ, ব্যবসায়ী হাজী জালাল আহমদ, উপকারভোগীদের মধ্যে শামীমা বেগম, ফারহানা বেগম, রুহুল আমিন প্রমুখ।
ঋণ বিতরণ অনুষ্ঠানে মহাব্যবস্থাপক ও সিলেট বিভাগীয় প্রধান কমল ভট্টাচার্য্য বলেন, রূপালী ব্যাংক পিএলসি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে আসছে। ব্যাংকের সকল শাখা থেকে গ্রাহকদের উত্তম সেবা প্রদান সহ গ্রামীণ এলাকার আর্থসামাজিক উন্নয়নে ব্যাংকের পক্ষ থেকে সব-সময় কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সহজ শর্তে কোন ধরনের হয়রানী ছাড়াই ঋণ প্রদান সহ নানাবিধ সেবা দিয়ে আসছে ব্যাংকটি। তিনি কানাইঘাটের কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের রূপালী ব্যাংক থেকে ঋণ নিয়ে অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার আহŸান জানান। সেই সাথে তিনি বলেন, মানুষকে উদ্বুদ্ধ করতে রূপালী ব্যাংকের পক্ষ থেকে উন্মুক্ত স্থানে এ ধরনের ঋণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031